আল্লাহর সৃষ্টিই সেরা
আমি যখন নিজের প্রতি অসন্তোস্টে
বীভৎসি ও শক্ত পাথরের মত
আয়নার সামনে গিয়ে দাঁড়ায়।
জীবনের কঠিন পেলাম শিক্ষা
যা পাইনি কোনো মানুষের কাছে
কিংবা কোনো আদৰ্শ কবির কাছে।
প্রতিফলের ভিতর হতে
শব্দ এলো কানে
'আল্লাহর নিজের গড়া'
দেখতে লাগলাম বারবার
নিজের সৌন্দর্যের দিকে
অবাক হলাম তাকিয়ে।
'সত্যি তো' তো কি সুন্দর চেহারা
যেন আনন্দ পেলাম কেমন,
সেইদিন থেকে প্রতিজ্ঞা করলাম
আর কখনো করবো না অবহেলা
ঘৃনার চোখে দেখবো না আর
আল্লাহর সৃষ্টিই সেরা।
সম্পর্ক
রক্তের সম্পর্ক যেন আজ
কোথায় চলে যাই!
যাদের সাথে ছিলো আমার
তারা কে এখন কোথায় পাই?
এই সম্পর্কের মূল্য যদি
পারতে তুমি বুজতে,
সাত সমুদ্রের পার ও তুমি
দৌড়ে গিয়ে খুঁজতে।
এই সম্পর্ক ছিলো তোমার
মিথ্যা ও অভিমান,
সেই অভিমানের মধ্যেই আমার
রয়েছে অভিধান।
সপ্তাহ যায়, মাস যায়
আর যায় বছর,
বন্ধুদের সম্পর্ক নষ্ট হয়ে যায়
শত্রুদের বসেছে আসর।