গলার কাঁঠা
—————–
মুখের ভাষা যখন গলার কাঁঠা হয় বলতে গেলে মনে লাগে হাজার ভীতি ভয়।
মধুর ভাষা জেনে ও থাকতে হয় যে বোবা, সত্য কথা বললেই বুঝি খেতে হবে থাবা।
মুখের কথায় অসুখ হয় বললে এই দেশে, অসুখ সারবে তখন তোমার থাকলে বধির বেশে।
ভাব প্রকাশ করতে না পারিলে ভাষার কি দরকার, হাত পাও নেড়ে চেড়ে বাঁচবো হয়ে জোঁকার।
—————
মাতামাতি
—————
এক সমাজে বসবাস মানবের চলা চল এক সমাজে, ভিন্ন চোখ ভিন্ন মন কেন চিন্তা ভাবনা আজে বাজে?
যদি কেউ দূর্বল হয় এই সমােেজর পরে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করে দ্বারে দ্বারে।
কেউ যদি সুখি হয় নিজ কর্ম শ্রমের ফলে, তখন আবার অন্য জনের হিংসাতে গাঁ জ্বলে।
সুখে থাকো দুখে থাকো সবাই করবে তোমায় নিয়ে মাতা মাতি সবাই থাকে সবার মত হয় না কেহ সাথী।
এমন কেন মানুষ গুলো জানতে ইচ্ছে হয়, অপর কে নিয়ে এত মাতামাতি না করলেই কি নয়?