০১- মানুষ সেবায় মানুষ হও
মানব সেবায় ধন্য জীবন
থাকলে কর্ম সাফ,
সঠিক সেবায় রব খুশি হন পাপ হয়ে যায় মাফ।
কর্ম হোক মানুষ সেবায়
মুক্ত জীবন যাপন,
সঠিক সেবায় কাজ করলে
রব হয়ে যায় আপন।
আপন মনে কবর খুঁড়ে
করবো না ভাই খাদ,
মানুষ গুনে মানুষ হবো
কি প্রয়োজন বড় বড় ছাদ।
দৃষ্টি করবো সৃষ্টি সেবার
হুকুম মানবো খোদার,
তার ছবতে থাকলে জীবন
পাবো খোদার আদর।
মানুষ হয়ে ভোজলে মানুষ
খুশি হবেন খোদার রাসূল
উম্মতে প্রেম সৃষ্টিকারী তিনিই খোদার রাসূল।
হক মেরে ভাই খাবো না আজ
মোরা সবাই মানুষ,
একে অপরের প্রেম বিলাবো
থাকবো হয়ে মানুষ।
আপন হয়ে থাকবো সবাই
থাকবো না কেউ ভিন্ন,
পরস্পরের সহযোগিতায়
রবকে করবো ধন্য।
সবাই সবার স্বার্থ খুঁজে
রবের সৃষ্টি কুলে,
রব যে আমার সবই জানে
যায় না যেন ভুলে।
০২- বেতাল রাজ্য
ধরণীর মাঝে কালো মেঘ
হয়েছে ভয়াল কালো,
জাগে ভয় কি যেন হয়
চারিদিকে আমাবস্যার মত রাত কি যেন চায়।
অন্যায় অবিচার চলছে
ভোটাধিকার,
ব্যথা বিয়োগ নিয়ে মানুষ
পাচ্ছে অধিকার।
ন্যায্য অধিকার কোথাও নেই সকলের মাঝে যেন ভয়,তবুও লড়ে যাচ্ছে জীবন বাজি রেখে
চাচ্ছে শতবার জয়।
মানুষ যেন দানব হয়েছে
খাচ্ছে রক্ত চুষে,
লুটপাট করে নিচ্ছে
বন্দুক বুকে কষে।
মানবতার ছলে দুপায়ে ডলে মারছে অসহায় মানুষ, মহাজন সেজে বসে আছে ওরা রাজ্যজুড়ে অমানুষ।
উপরে সাজে ওরা দরবেশ
মনের রম্য ঘরে বসে,
রাজ্য লুটিয়ে নিচ্ছে বেশ।
খাচ্ছে রক্ত চুষে।
০৩- মানুষের কি হলো
মানুষ মোরা মানুষ ভাবি
নয়তো মোরা মানুষ,
মানুষ মোরা অন্যরকম
কেমন হলাম মানুষ।
দাঙ্গা লাগায় রক্ত ঝরাই
মোরা করি লড়াই,
সুযোগ পেলে ক্ষতি করি
স্বার্থে করি বড়াই।
সিনেমার মতো গুন্ডা সেজে
মানুষকে করি হত্যা,
অপরাধ বলে মনে করি না
নিজেরদের করি সস্তা।
চুরি করি ডাকাতি করি
করি গুম খুন,
প্রাণ কেড়ে নিতে পারলে
সবাই বলে এইটা তার গুন।
আহারে বেছারা মানুষ
ফিরে না কেন তোদের হুশ
তোরা কবে ফিরবি সঠিক পথে আসবে কবে হুশ।
মানুষ কেন আজ পশুর
মতো হলো,
মানুষ যেন মানুষের
কাছে ধুলো।