নিঃশব্দ চারণ
=======
কি স্পষ্ট ! অথচ
নিঃশব্দ চারণ তোমার
আমার বুকের ভেতর,
আমি কান পেতে শুনি
তোমার ছন্দোময় ধ্বনি।
কাছে ও দূরে —
তুমি ছায়ার মত মিশে আছ
আমার শরীরি আত্মায়।
রক্তের স্পন্দনে ও
আমি তোমার —
সঞ্চালন অনুভব করি।
তোমারই অলক্ষ্যে
উষ্ণ অভ্যর্থনায় ফুল কলি
পাপড়ি মেলে জানায়
ভালবাসার সম্ভাসন।
কষ্ট
===
তোমার সুখ তাই
তুমি কইতে পার
আমার দুঃখ তাই
আমি আড়াল করি
ব্যথা নীড় তোমাতে
সব কষ্ট আশ্রিত হয়
নির্ভয়ে
ব্যথা লিপি তোমাতে
সব কষ্ট গ্রথিত হয়
আপন ভাবনায়।।
রোদেলা দুপুর
==========
হয়তো হেমন্ত
রোদেলা দুপুর
কষ্টের বেলা
বয়ে যাবে
একা একা
তুমি নির্ঘুম
আমি নিশ্চুপ
এই – তো
নিয়তির খেলা।।