তা-ই তো তুমি
সবাই তোমার সৌন্দর্য
দেখে মুগ্ধ হয়
আর আমি মুগ্ধ হই
তোমার অপূর্ণতা দেখে
কি করে তুমি এখনো
সততার শিকলে বাঁধা
কি করে স্বপ্নকে
সততায় বাঁচাতে হয়
তাই তোমার আপ্রান চেষ্টা
কখনো অনাবৃষ্টিতে
ফসলের মাতম কান্না
স্রোতহীন নদী ও
হয় অবহেলায় মরিচিকা
নিংড়ানো অবহেলিত
ভালোবাসাতেও পরিস্ফুটিত
পাপড়ি মেলা
তুমি জান কি করে
কষ্টকে লালন করতে হয়?
তা-ই তো তুমি ----
আর কতকাল আমি
আর কতকাল -
আমি বেদনার জল মুছবো
আর কতকাল -
নিরব চোখের জল আমার
ভোরের শিশির হয়ে ঝরবে
আর কতকাল -
বেদনার নীল শাড়ীর আঁচলে
ভাষাহীন নিরব ব্যথিত কষ্টে
আর কতকাল -
আমি একাকী শুধু কাঁদবো ।।