কন্যা ওগো যায়া রূপী জননী
—————————————-
ওগো নারী, তুই দেখরে চেয়ে
এখনো কেন আছিস পিছিয়ে?
ইসলাম তোকে দিয়েছে পূর্ণ সম্মান
তবে তুই কেন এখনো রয়েছিস ম্লান?
উঠরে এবার উঠরে জেগে
ভয় নেই তোর আছেরে সবে
কখনো দে তুই স্নেহ- ভালোবাসা
কখনো দে আবার নিঠুর ও ব্যথা
নয় হুংকার উল্কার বেগে ছুটাছুটি
আয় নির্মল ও শান্ত সূনীল মন্থন
কন্যা ওগো যায়া রূপী জননী
জন্মিছে যত সব নবী
কত বীর কতশত কবি
জন্মিবে তোর জঠরে জননী
আগামীর সন্তান।।
———————–
স্তদ্ধ ব্যথার রাত্রি
———————–
না কোন কথা বলো না
চুপ একেবারে নিঃশ্চুপ
গীরিধারা নির্ঝরীনি বইছে
পাহাড় শরীর —
কোথাও কোথাও দূর আকাশের
অলকা মেঘের অশনি সংকেত
চারিদিকে, কোথায় যে —
নিঃশ্চুপ কাতর ব্যথায়
অকাতরে ঝড়ছে শ্রাবণ
পূর্ণিমার আলো ভরা তাঁরা
পেরেছে কী ভুলিতে ?
ব্যথার অমানিশা আঁধার
শিউলী ফোঁটে সৌন্দর্য বিলাসে
ঝড়ে ব্যথার অব্যর্থ বিরহে
বোবা কান্নায় ভাসে মন
স্তব্ধ ব্যথার রাত্রি।।