সুখের পাখি যায়না ধরা
সুখের পাখি যায় না ধরা,
ডাকে দূরে মায়ার ঘেরা।
একটুখানি পেতে চাও,
কাছে এলে উড়ে যায় তাও।
স্বপ্নভরা চোখের কোণে,
সোনালী রোদ্দুরের বনে।
আকাশ যত ছুঁতে চাও,
ততই দূরে হারাও পাও।
দুঃখ-সুখের খেলা মিলে,
জীবন রঙিন আলো-ঝিলে।
সুখের পাখি ক্ষণিকের সাথী,
ধরতে গেলে ভাঙে যে মাটি।
তাই তো জানি, এ জগতের
সুখের আশা শুধুই পথের।
মনকে ভালোবাসায় বাঁধো,
সুখ তখনি তোমায় সাধো।
মন নিয়ে খেলা
মনটা যে এক দুরন্ত পাখি,
আকাশে মেলে রঙিন আঁকি।
কখনো হাসি, কখনো কান্না,
অচেনা পথে খোঁজে সে জানা।
স্মৃতির ভেলায় ভাসে দিন-রাত,
স্বপ্নের দেশে বাঁধে আকাশপাত।
আবার কখনো ঝড়ে যায় ভেসে,
নীরব বৃষ্টির সুরে মিশে।
কখনো সে রাগে, কখনো দয়া,
মুহূর্তে বদলায় অনুভবের মায়া।
দোলনায় দোলায় আশা-নিরাশা,
অজানা খেলায় রাখে ভালোবাসা।
মন তো এক রহস্যের বই,
পাতা উল্টালেই নতুন কিছু হয়।
তাই বলি বন্ধু, মনকে বোঝো,
তাহলেই খেলার নিয়মটা খুঁজো।