০১- ছাতিম ফুল
ফুলশূন্য হেমন্তে
তীব্র সুবাস নিয়ে
ফুটেছে ছাতিম ফুল।
মিষ্টি সকালে
পুবের নরম রোদে,
চিকচিক নাকফুলের ন্যায়
তার ব্যাকুলতা ছড়ায়।
গোধুলী লগ্ন থেকে
রাতের শেষ অবধি
মিষ্টি গন্ধ ছড়িয়ে,
অন্যরকম মাদকতায়
প্রকৃতি ছাতিম ফুলের
বিভোর নেশা জাগায়।
০২- হেমন্ত এসে গেছে
শীতের আগমনী বার্তা নিয়ে
শিশিরের জৌলুসতা হয়ে,
নবান্নের সওগাত নিয়ে
হেমন্ত এসে গেছে।
প্রভাতের কুয়াশা হয়ে
শরতের কাশঝরা বিদায়ে,
ঝরা পল্লবের বিষাদ নিয়ে!
হেমন্ত এসে গেছে।
নীলাভ্রের শূন্যতা ছুঁয়ে
স্নিগ্ধ মায়াময় প্রকৃতি নিয়ে,
ধুম্র কুয়াশায় নয়ন ঢেকে
হেমন্ত এসে গেছে।
শিউলি ঝরা ভোরে
হিমের ঘন ঘোমটায়,
ঊষারঙা মিষ্টি রোদ হয়ে
হেমন্ত এসে গেছে।