আমি এক বাংলার মেয়ে
———————————
“আমি এক বাংলার মেয়ে,ভোরের আলোয় জাগি,
কাজের মাঝে গাঁথি জীবন,দিনের শুরু থেকে রাত্রির লাগি।”
সকালে শুরু আমার ভোর বেলাতে
এলোমেলো থাকে সারা ঘর গুলো জুড়ে
হাতে ধরি ঝাড়ু, সাজাই আপন কোণ,
পরিচ্ছন্নতায় ভরে উঠুক দিনের আরম্ভণ।
কত কাজে পার হয় দিন গুলো
দিন গড়িয়ে আসে রাত তবুও হয় না কাজ
বুক ভরা স্বপ্ন নিয়ে চলি নতুন সাজ।
সন্ধ্যার আকাশে জ্বলে চাঁদের আলো,
ক্লান্তি ভুলে পাই নতুন পথের পালো।”
“চলার পথে বাধা যত, মাথা তুলে থাকি,
আশার আলো বুকের মাঝে,স্বপ্ন নিয়ে জাগি।
জীবনের এই গান আমি গাই প্রতিদিন,
শ্রমে,সাধনায় ভরে তুলি জীবনের বাগিচা রঙিন।”
———
দুরত্ব
———
কত কথা আছে বলা হয়নি কোন কথা।
যত ব্যথা ছিল তা হয়নি বলা কত ব্যথা।”
দুজনের মাঝে আছে অনেক দুরত্ব বন্ধন
হবে কি শেষ কখনো?
এই বলার শেষ না বলা কথা।”
“নীরবতার বাঁধনে জড়িয়ে আছে যত অভিমান,
কবে ভাঙবে সে বাঁধ, হবে কি মিলন অনুপ্রাণ?
বলে যাবে মন, যে কথা ছিল দমিয়ে রাখা,
মিটবে কি কভু এই না বলা ব্যথার যন্ত্রণা?”
তুমি পাশে থাকলে হবে সমাধান
শেষ হয়ে যাবে আমাদের দুরত্বের ব্যবধান
অভিমানের দেওয়াল টা ভেঙ্গে
আসবে কী মনের গভীরে
দূরত্ব টাকে পিছনে ফেলে।
হাত দু,টি ধরে হারিয়ে যাবো
ভালোবাসার নিবিড় ছায়ায়
রঙিন স্বপ্ন বিভোরে।