সবজি খাও
বেশি করে ভিটামিন খাও
সবজি চাষে মন দাও।
কলা খাই সকাল বেলা
আরামে কাটাই মেলা।
বেশি করে আলু খাও
ভাতের উপর চাপ কমাও।
তরকারির সাথে সালাদ চাই
টমেটোর বিকল্প নাই।
বেশি করে সবজি খাবো
ঢেঁড়সের চাষ সবাই করবো।
রোগ বালাই দূরে যাও
পেঁপে সবজি সবাই খাও।
আমরা হলাম কৃষক ভাই
সবজি চাষ করবো তাই।
বেশি করে সবজি চাষ
থাকবো সুখে বারো মাস।
মা
মা যে আমার বন্ধুরে ভাই
দু:খের সান্তনা
মায়ের কথা না মানলে
পাই যে লাঞ্ছনা।
মা যে আমার ক্ষুধার আহার
পিপাসারই জল
মা যে বাড়ি গাড়ি
ভালোবাসার ঢ্ল।
মা যে আমার শিক্ষাগৃহ
প্রথম শেখার গুরু
মা যে আমার স্বর্গ
রহমতেরই তরু।
আমার মায়ের কোলটি যেন
মহা সুখের নীড়
আমার মায়ের হৃদয় যেন
মায়ার সাগর তীর।
পিঠাপুলি
নবান্ন এলো ঘরে ঘরে
বাঙালি ব্যস্ত পিঠে পুলির জ্বরে।
ধান ভাঙ্গাঁনোর পড়ল ধুম
ঝি,বউদের নেইকো ঘুম।
নতুন চালে হবে পিঠা
বাজার হতে আনো মন্ডা,মিঠা।
খেজুরপিঠা, চুষিপিঠা, বিবিখানাপিঠা
মজা করে খাই
ছিটপিঠা,চিতইপিঠা,সেমাইপিঠা
বেশি করে চাই।
পুলিপিঠা,নারকেলপিঠা,বকফুল
কোথায় গেলে পাই?
ভাঁপাপিঠা,পাটিসাপটা, দুধচিতই
তুলনা যে নাই।
বাঁশপাতা, জামাইমুখ, সিঙ্গারা
শীতের পিঠা ভাই
চন্দ্রমুখী, চাঁদমুখ, দুধপুলি
আমরা সবাই খাই।
ঘরে ঘরে একই আওয়াজ
শীতের পিঠাপুলি হবে আজ।
গোলাপ ফুল
গাছে গাছে গোলাপ ফুল
দেখতে মনোহর
মলয়েতে ভেসে বেডায়
গন্ধ সুভাকর।
গাছে গাছে কতো পাখি
নাচে ডালে ডালে
ময়ূর পেখম তোলে নাচে
আপন তালে তালে।
গোলাপের গন্ধ পেয়ে অলিরা
নাচে মধুর লোভে
তাই দেখে দুষ্টু ফরিং
জ্বলে পুড়ে ক্ষোভে।
গোলাপ ফুল গোলাপ ফুল
অতি মনোহর
চারিদিকে সুবাস ছড়ায়
উঠে দিবাকর।