বিজয় তুমি
=======
বিজয় তুমি এসেছো আবারো
শিউলি ঝরা হাসি নিয়ে
বিজয় তোমাকে পেয়েছি মোরা
এক সাগর রক্তের বিনিময়ে।
বিজয় তোমাকে পেতে
কেন এতো দেরি?
বিজয় তোমাকে পাবো বলে
সুদীর্ঘ নয়টি মাস যুদ্ধ করি।
বিজয় তুমি এসেছ অন্যবারের মতো
হাসি ও বেদনা নিয়ে
বিজয় তুমি চলে যাও শুধু
কান্না ও অশ্রু দিয়ে।
বিজয় তুমি এসেছ বলে
বিজয় নিশান উড়িয়ে দিলাম
বিজয়ে যারা শহিদ হলো
তাহাদের জানাই হাজার সালাম।
======
সেইদিন
======
মনে পড়ে সেইদিনের কথা
ভুলিতে নাহি পারি
৩০ লক্ষ শহীদের রক্তে রাঙানো
সেই বিজয় খানি।
স্বাধীনতার প্রশ্নে সেদিন
প্রতিবাদ করছিল যারা
দেশ রক্ষার জন্য
তাজা রক্ত দিল তারা।
বুকের তাজা রক্ত দিয়ে
রাঙালো রাজপথ
জীবন দিয়ে রাখবে দেশের মান
এই ছিল তাঁদের শপথ।
জীবন দিয়ে সেই দিন তারা
রাখলো দেশের মান
চিরদিন তাঁদের স্মৃতি
থাকবে অম্লান।