নতুন বাংলাদেশ ও আমরা
২৪ এর জুলাই, আগষ্ট এর দিনগুলোতে মনে হয় কোন মা বাবাই ঘুমাতে পারে নি রাতে। কি এক বিভীষিকাময় দিন কেটেছে প্রতিটি বাবা মা জানে।তার অতি আদরের সন্তানটিকে পুলিশ বাহিনী অথবা ফ্যাসিস্ট সরকারের লোকজন মেরে ফেলেছে কি না।অথবা তারা নিজ ঘর থেকে মিছিলে চলে গেল কি না? সারাক্ষণ এই চিন্তায় দিন পার করেছে। যে সন্তানরি যুদ্ধে গিয়েছিল তার মা বাবা যেমন টেনশনে ছিল যে সন্তানটি ঘরে ছিল তার মা বাবাও টেনশনে দিনাতিপাত করেছে। এমন বর্বরদশা পৃথিবীর বুকে কোথাও হয় নি কোনদিন হবার না।হাজার হাজার ছাত্র – জনতার মৃত্যু হয়েছে। নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কি যে নির্মম বর্বরোচিত ঘটনা এটি পৃথিবীর সকলে জেনেছে।জেনেছে বাংলাদেশ নামক একটি দেশে নতুন ফিরাউন এর আগমন ঘটেছে।আর হাজার হাজার বাবা মার বুক খালি করে তাদের অতি আদরের সন্তানটিকে গুলি করে ঝাঁজরা করে দিয়েছে।যারা বেঁচে আছে তারা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।কেউ কেউ অন্ধ, কেউ কেউ হাত পা ছাড়া কোনরূপ বেঁচে আছে।
৫ ই আগস্টে ২৪ এর আমরা নতুন করে স্বাধীন দেশ পেলাম, বাক স্বাধীনতা পেলাম। এই বাক স্বাধীনতার জন্য ১৬ বছর অপেক্ষা করতে হয়েছিল ভাবা যায়!
এখন আবারও নতুন করে স্বাধীনতা ফিরে আসায় সবার মনে স্বস্তি ফিরেছে।তবে এই স্বস্তি যে ভূলুণ্ঠিত করতে না পারে কেউ সেজন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর কোন ফ্যাসিস্ট শক্তি যেন এই বাংলায় পূনরায় ফিরে আসতে না পারে সেভাবে সংস্কার করে আইন ও বিচার ব্যাবস্থাকে নির্দলীয় করতে হবে। যখন যে ক্ষমতায় আসে তারাই কুক্ষিগত করে ফেলে সমস্ত আইন আদালতকে কালা কানুন এর মাধ্যমে। আমরা আর সেই একই পন্থায় রাষ্ট্র পরিচালিত হোক চাই না। দেশ জনগণের, ভাবনাও জনগণের। গণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্প নিয়ে ভোট ও ভাতের অধিকার থাকতে হবে সকলের জন্য। দূর্নীতির করাল গ্রাসে নিপতিত আর কোন ফ্যাসিস্ট সরকার আমরা চাই না।
সবশেষে ২৪ এর নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা করি।
যায় দিন আর আসে না
কত স্মৃতি, কত বিস্মৃতি অকালে হারিয়ে যায়
কখনো কখনো খুব ফিরে যেতে,,
ফিরে পেতে ইচ্ছে করে
ভাবতে ইচ্ছে করে আগের মতনই
যে নদীর কুল ভেঙে বসতি হারায়
যে পাহাড় ধ্বসে পড়ে গভীর কূপে
আর ফিরতে পারে না
শত চেষ্টাতেও তা হবার নয়
মানুষ দিন দিন বড় হয়
বুড়ো হয়
কৈশোর যায়, যৌবন যায়
ক্রমাগত হারানোর পথে এগোয়
যে পথ অনন্তে মিশে গেছে
যে পথের ঠিকানা নেই
সে পথের কোন রেখা নেই
ক্রমাগত হারানোর দিকে এগোয় মানুষ তেমনি আমিও
যায় দিন আর আসে না
হারানো মানুষ আর ফিরে না
কখনো না
না শব্দটা চিরন্তন সত্য।।
বিজয়
বিজয় মানে উল্লাসে ফেটে পরা
উন্মুখ থাকা আশার আলোর জন্য
সাধনার মিশ্রিত এক প্রতিফল
আকাশে অজস্র তারার মাঝে
নিবিড় সুখে নিজের ছায়া দেখা
অগণন কৃতজ্ঞতা তাদের তরে
পথের দিশারি লাখ সৈনিকের
জীবনমৃত্যুর ব্যবধান ভুলে
পতাকায় আঁকা একটি মানচিত্র
বঞ্চিত মানুষের জয় উল্লাস।।