শোক সংবাদ
ভেসে এলো কানে,
মাইকে বলে যাওয়া শোক সংবাদ
হাতে ছিলো কাজ যাহা
মূহুর্তে থেমে গেলো, হলো বরবাদ।
এইতো গতকাল ছিলাম একসাথে,
আড্ডাও জমেছিল বেশ
নিঃস্বাস বন্ধ,থেমে গেলো ছন্দ,
হয়ে গেলো সবকিছু শেষ।
তুমি আমি সকলে আছি এই ধরণীতে
আছে দেখো কতো সুর ছন্দ
জানি ধরা ছেড়ে যাবো,ভুলে যাই সেকথা
অকারণে করি শুধু দ্বন্দ্ব।
মিথ্যা বড়াইয়ে, তপ্ত কড়াইয়ে
মোরা নিজেদের দিচ্ছি তুলে
নিঃশ্বাসে নেই মোটে একটুও বিশ্বাস
এ কথা যাচ্ছি ভুলে।
জন্মভূমির সাথে করছি বেঈমানী
ভিনদেশে গড়ছি পাহাড়
মরনটা সেথা হলে,ঘৃণায় দেশবাসী
বন্ধ করে দিবে দ্বার।
ক্ষনিকের জন্য এখনো নিতে পারো
স্বজনের মমতার স্বাদ
যখন-তখন হয়তো মোদের নাম ধরে
বাতাসে ভেসে যাবে,শোক সংবাদ।
নিষ্ঠুর বাস্তব
জীবনটা নয়তো ফুলসজ্জা,
মিশে আছে হাজারো কষ্ট,
বাস্তবতা শিখে চলতে না পারলে,
বুঝে নিও, হতে হবে লক্ষ্যভ্রষ্ট।
হাজারো শ্রমিক, দিন আনে দিন খায়,
তবুও অনাহারী কম নয়,
অলক্ষুণে কোন রাহু্
কখন গ্রাসে কাকে,
ভাবতেই মনটা ভারী হয়।
মাতৃকা ধরণীতে ফসলের সমারোহ,
কৃষকের মুখে হাসি ফুটেছে।
মহাজন হাঁক দেয়
বড়ো ভাগ নিয়ে নেয়
হাসিমুখ কালো মেঘে ঢেকেছে।
সভ্য সমাজ চলে,অসভ্যের ইঙ্গিতে,
ভদ্র মানুষ আজ অসহায়।
আছে যার শক্তি, তাকে করে ভক্তি,
ন্যায় নীতি উধাও, হায় হায়!!
আর্জি
রাতে করোনা এমন কর্ম
না যেন দিবালোকে মুখ লুকাতে হয়
সৎ কর্ম করো সদা
দিন কিংবা রাত্রিতে থাকিবে নির্ভয়।
অবিচার না করো কভু
আর্ত পীড়িত অভুক্ত বা নিরীহ জনে
তারাও স্রষ্টার সৃষ্টি
ভুল যেন না হয়, রেখো সদা মনে।
মাতৃভূমি মায়ের মতো
মাটির সাথে বেইমানি না করো যেন
দেশের অনিষ্ট চাওয়া পাপ
দেশপ্রেম থাকা উচিত এই কথাটি মানো।
থাকবো সবে মিলেমিশে
সবার কাছে এটাই আমার আর্জি
মেনে চলবো এই সত্য
অন্তরে ধারণ করতে যদি হয় সকলের মর্জি।
মিছে মায়া
মিছে মায়ায় ভ্রষ্ট হয়ে
করোনা জীবন নষ্ট,
সুখ সেথা পাবেনা খুঁজে
বাড়বে শুধু কষ্ট।
স্বজন সেজে আসবে পাশে
বহুরূপীর দল
মনুষ্যত্ব নেই তো তাদের
করবে শুধু ছল।
সভ্য সমাজ ধ্বংস করছে
ভ্রান্ত পথের পথিক
সম্মান ওরা পায়না কোথাও
সর্বত্র পায় ধিক।
কর্মফল
তুমি দিলে রক্তের নদী
আমি দিলাম চোখের জল
ভেসেই গেলে অশ্রুবানে
হাতেনাতে ফলাফল।
তুমি নিলে জীবন অনেক
মা হলো আজ নিঃস্ব
বাকরুদ্ধ সোনার বাংলা
অবাক সারা বিশ্ব।
তুমি ছড়ালে প্রতিহিংসা
আমি হলাম অসহায়
দীর্ঘশ্বাসে পুড়ে ছাই তুমি
করছো এখন হায় হায়।
আমি হলাম দেশপ্রেমিক
তুমি হলে স্বৈরাচার
তোমার জন্য বন্ধ হলো
দেশপ্রেমিকের হৃদয় দ্বার।
ঈমান আমল
আল্লাহর উপর ভরসা রাখো,
তাঁকে হৃদয়ে করো ধারণ
সুখ অথবা দুঃখ আসুক
শুধু তাঁকেই করো স্মরণ।
আল্লাহ তাআলা স্রষ্ঠা মোদের
পূর্ণ রাখো বিশ্বাস
আসমান জমিন তাহার সৃষ্টি
কৃতজ্ঞতায় নাও নিঃশ্বাস।
আদেশ-নিষেধ যা করেছেন
পালন করো তিল সম
হিংসা-বিদ্বেষ দুরে রাখো
ঈমান আমলের ওটাই যম।
দৃঢ় হোক ঈমান মোদের
আমল করি প্রাণ ভরে
এক আল্লাহ ভরসা মোদের
থাকুক সদা অন্তরে।