০১- ন্যায়-অন্যায় বুঝি
আমি রাজনীতি বুঝিনা
আমি ন্যায়-অন্যায় বুঝি
আমি হাজারো মিথ্যার আড়ালে থাকা
সত্যটাকে খুঁজি।
আমি ন্যায়-অন্যায় বুঝি।
আমি বিবেকের কাছে দংশিত হই
শত অপরাধ দেখে।
সত্যের বাতি আলো ছড়াবে
স্বপ্নটুকু ধারণ করি বুকে।
আমি শিকলে বাধা আইন মানি না
মানি না অন্যায় শাষণ
আমি অন্যায়ের বিরুদ্ধে বজ্রকন্ঠ
এটা নয়তো নিছক ভাষন।
আমি সময়ের স্রোতে গা ভাসিয়ে
পথ চলতে পারিনা
আমি সকাল-সন্ধ্যা বহুরূপীর
রূপ কখনো ধরি না।
আমি অন্যায় অবিচার ধ্বংস করতে
কলম হাতে জুঝি
আমি রাজনীতি বুঝিনা
আমি ন্যায়-অন্যায় বুঝি।
০২- সংস্কার
দেশ সংস্কার করতে হলে
দুর্নীতিবাজ ধরা হোক,
সংস্কারের চালক সকল
খোলা রাখুন সদা চোখ।
অনিয়ম যত করছে যারা
তাদের আগে রুখে দিন
তাদের হাতের কলকাঠিটাও
নিয়ন্ত্রণে নিয়ে নিন।
দেশদ্রোহী খেতাব পাক
পাচার করলো টাকা যে
টাকা ফেরত আনবে তবুও
ফাঁসির দড়ি পরবে সে।
সংস্কারের মন্ত্রটা হোক
অবিচার আর থাকবে না।
সন্তান হারিয়ে মায়ের চোখ আর
লোনা জলে ভাসবে না।
০৩- ফরিয়াদ
গগন ভেদিয়া আরশ ছুঁয়ে যায়
সন্তান হারা মায়ের আর্তনাদ।
অত্যাচারী নিপাত করো হে আল্লাহ
সভ্যতা আজ হচ্ছে যে বরবাদ ।
মানুষের প্রাণ মানুষেই হরে
এটা নয়তো জাহেলিয়াতের যুগ
স্বস্তি কোথাও নাইরে এখন
চারদিকে শুধু মুখোশ,নাই কোথাও সুখ।
সীমাহীন বর্বর হয়েছে মানুষ
এই মানুষই আশরাফুল মাখলুকাত
ধর্ম নিয়েও হানাহানি হেথা
ব্যস্ত সবাই খুঁজতে,ছোট আর বড় জাত।
তোমার কাছেই আর্জি আমার
দান করো হেদায়াত,
মনুষ্যত্ব বোধ দাও জাগিয়ে
তোমার দরবারে এ আমার ফরিয়াদ।