(০১)- শীতের হিমেল হাওয়ায়
রাতের শেষ ভাগে শীতের হিমেল হাওয়ায়
তোমার স্পর্শ পেতে ভীষণ মনে চায়।
সকালে শিশির ভেজা ঘাসে খালি পায়ে
তোমার হাতটি ধরে হাঁটতে ইচ্ছে করে।
গরম ভাতে ভর্তা ডাল সবজি ভীষণ মজা
ছাউনি ঘরে তুমি হবে রাণী আমি রাজা।
নাওয়া খাওয়া সেরে তপ্ত দুপুরে বিছানায়
শারিরীক মানসিক প্রশান্তির জন্য ঘুমায়।
গোধুলী লগ্নে দোলনায় ফুল বাগানে দুজনে
হাসি গান গল্প কবিতায় ছুটছি আনমনে।
প্রেমের মহা মিলনে পূর্ণিমা চাঁদনী রাতে
মুখোমুখি দাঁড়িয়ে দু’জন থাকব একসাথে।
(০২)- আত্মহারা
নদীর তীরে কাশফুল বাতাসে দুলছে
পশ্চিম আকাশে কালো মেঘ জমেছে
আচমকা আবহাওয়া বদলে গেছে
মাছ ধরার নৌকা ট্রলার কিনারায় ভিড়ছে।
প্রিয়তমার এলো কেশের গন্ধে মাতোয়ারা
নদীর উত্তাল ঢেউ দেখে আমি পাগল পারা
গোধূলি লগ্নে সোনালী আকাশে সন্ধ্যা তাঁরা
ভেসে আসে গানের সুর বাঁজছে দোতারা।
এক পসলা বৃষ্টি শীতল করলো বসুন্ধরা
সবুজ প্রকৃতি তরতাজা দূর হলো খরা
অপরুপ সৌন্দর্য কবি মনে দেয় নাড়া
প্রিয়া আর আমি আনন্দে মত্ত আত্মহারা।