আগে হও মানুষ
তুমি হও শীর্ষ
ধারণ কর বীর্য
যদি থাকে ধৈর্য
পূর্ণ হবে কার্য।
অন্যায়ে কর জাগ্রত
মনের ভেতর পশুত্ব
সৃষ্টি করে নতুনত্ব
আমি যাঁর আনুগত্য।
আগে হও মানুষ
রইলে তো বেহুঁশ
কবে আসবে হুঁশ?
নারী পুরুষ ফানুস।
যাঁর ভেতরে আমিত্ব
চোখে দেখেনা সত্য
রাসুল প্রেমে ভক্ত
দর্শন মেলে প্রভুত্ব।
মুখোশ
ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকে মুখোশ
নিজে দরবেশ যাবতীয় কিছু অন্যের দোষ
অসংখ্য দালাল চামচা দেখি মেনেছে পোষ
শিক্ষিত কলম চোর রা একেকটা রাক্ষুস।
জাতি চোর অভাবে চুরি করে শিং খুঁড়ে রাতে
ডাকাতেরা ডাকাতি করে দল বেঁধে একসাথে
শিক্ষিতরা লুটপাট করে দিনে কলমের খোঁচাতে
মূর্খ রা কি পারবে এ-ই সোনার বাংলা বাঁচাতে?
শিক্ষা অঙ্গনে পাঠ্য বইয়ে বিসমিল্লাই গলদ
অঢেল অর্থ নষ্ট করে নিতে হচ্ছে মূল সনদ
বড় সড় ডিগ্রি ধারী দেখি আচরণে বলদ
শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে না-ও প্রতিশোধ।