এসো সৎ পথে ফিরে
অন্যের সমালোচনা করে হিংসুক যাঁরা
কখনো সম পর্যায়ে যেতে পারে না তাঁরা
মূর্খ পাগলের মতো কু চিন্তায় দিশেহারা
আপন রক্ত বন্ধু স্বজন প্রতিবেশী শত্রুরা।
হাজী পীর মোল্লা মুন্সি মুফতি আল্লামা
ওয়ারিশ ঠকানো ব্যাক্তির হয় না ক্ষমা
শেষ বিচার তো হবে দেখিয়া আমলনামা
হোক সে যতই ভালো কারোরই প্রিয়তমা।
দূর্বল লাঞ্চিত হচ্ছে সবলের অত্যাচারে
অতীত ইতিহাস সাক্ষী দেখ শ্রেষ্ঠ গ্রন্থ পড়ে
হও হুঁশিয়ার সাবধান এসো সৎ পথে ফিরে
হে মুসলিম কি জবাব দিবে শেষ বিচারে?
মনের আকাশে কালো মেঘ
অনলের লেলিহান শিখা
তাপদহন স্বচক্ষে দেখা
ভাগ্যের ইতিহাস কলমে লেখা
বাস্তবতা দেখেই হয়েছে শেখা।
কখনো কোনদিন বন্যা খরা হৃদয় জমিনে
কখনোবা প্রাকৃতিক দূর্যোগ এ-ই জীবনে
মনের আকাশে কালো মেঘ জমেছে অতি গোপনে
জ্বলে পুড়ে মরছি নিত্য অসহনীয় বিষন্নতার দহনে।
উত্তাল সাগরে জোয়ার ভাঁটার কবলে
প্রচন্ড ঝড়ের তান্ডবে সবকিছু ফেলে
হাবুডুবু খেতে খেতে ভেসে যাচ্ছি চলে
খড়কুটো হাতে নিয়ে অগোচরে গেলাম না বলে।