মায়ের আদর
মায়ের মত নেইতো কেহ
দিবে যে ভাই আদর স্নেহ
সারাজীবন ভর,
যতই দেখি আপন ভবে
মুখে মুখে বলে সবে
সবই স্বার্থপর!
খোদার পরে মা-কে জানি
তাইতো তাঁরই কথা মানি
মা যে স্বর্গ সুখ,
যতই আমি কষ্টে থাকি
মা-মা বলে যখন ডাকি
দূর হয়ে যায় দুখ।
রাসূল বলছেন হাদীস পাকে
সম্মান দিতে আপন মা-কে
বারেবারে ভাই,
মায়ের ঋণের নেই যে তুল্য
ক্যামনে দিবো দুধের মূল্য
নাই সমতুল নাই!
কাটি যদি গায়ের চামড়া
এক এক করে সবাই আমরা
শোধ হবে না ঋণ,
পারবে না কেউ বদলা দিতে
যতই এসো মুক্তি নিতে
কেহ কোনদিন।
মেঠোপথ
আঁকাবাঁকা মেঠোপথে
রাখাল বাজায় বাঁশি,
মনটা ভোলায় সর্ষে ফুলের
মনকাড়া সেই হাসি।
রাখাল বেশে গরু নিয়ে
বন্ধুদেরই সনে,
যেতাম যে ভাই দলে দলে
আজও পড়ে মনে।
খোলা মাঠে গরু ছেড়ে
বটের ছায়ায় বসে,
জমাতাম যে আড্ডা খুবই
মিষ্টি মধুর রসে।
চিরচেনা মাঠ ঘাট আর ঐ
অতীতের সব স্মৃতি,
আজও যেনো এই হৃদয়ে
জাগায় শত প্রীতি।
আঁকাবাঁকা মেঠোপথটি
আগের মতই আছে,
দেখলে পরে দূর থেকে সে
ডাকে যেনো কাছে।