স্বপ্নের দেশে
আমি শুধু চাই অজানা সেই স্বপ্নটাকে
দূর বহুদূরে তাঁর চলা,
অদৃশ্য নেশায় আজে খুজি তোমায়
খোদার পথের কথা যেখানে হয় বলা।
আবার আসো তুমি ফিরে
হৃদয়ের মাঝে নেবো তোমায় টানি,
বারবার তারে ভাবি
সে তো স্বপ্ন এক খানি।
মসজিদের পথে চলে
তা যদি হতো একদিন মদিনায় কাবা
ভিক্ষুকের এই দোঁয়া
স্বপ্নে কি আমায় একদিন নিয়ে যাবা।
খোদার সুখ সাগর রাজ্যতে যার বসবাস
সেই সুখটাকে আমি চাই
আমি তারে রাখবো ধরে
আবার যদি স্বপ্নের মাঝে তারে পায়।
মনে থাকে না রাখ অভিমান
হিংসা দ্বন্দ্ব পাওয়া না পাওয়া ক্ষুধা,
আমি চাই তোমার কাছে
হে খোদা জান্নাতের অমিয় সুধা।
তোমায় খুঁজে ফিরি অচেনা চিন্তায়
আজও আমি শুধু একা,
আমি তোমায় চিনবো, তোমায় কিনবো
যদি আমায় দাও স্বপ্নের মাঝে দেখা।
তোমার অপেক্ষায় বসে আছে
গভীর রাতে, কিংবা রাতের শেষে,
দাও আমার দু চোখে ঘুম
নিয়ে যাও মোরে নবীর স্বপ্নের দেশে।
কালো কালি সাদা পাতা
আমি তো লিখেই কষ্টগুলো
বের করে দেই উড়ে,
যারা লিখতে পারেনা তারা কিভাবে
কষ্টগুলো রাখে বুক জুড়ে।
হয়তো বা ছটফট করে
বুকের টিপ টিপানি ব্যথাটা বাড়ে,
পৃথিবীতে এমন কেউ থাকে না
দুঃখের কথা বলতে নাহি পারে।
আমি তো কলমের কালো কালিতে
সাদা পাতায় লুকিয়ে রাখি সব,
নীরব গুমোট শ্বাস-প্রশ্বাসে থাকে
অব্যক্ত অস্বস্তিকর কিছু কষ্ট অনুভব।
কলমের কালি আমার বুকের রক্ত
কলমের কালি আমার অশ্রুজল,
তুমি তো লিখতে পারো না আমার মত
তোমার বুকে কিভাবে থাকে কষ্টের দল।
নীল আকাশে চেয়ে থাকো
কষ্টগুলো তোমাকে দেই না ছাড়,
পৃথিবীর সব কষ্ট তোমার কাছে
কেউ হয় না অব্যক্ত এ কষ্টের ভাগীদার।
হয়না লেখা কলমের কালিতে
যা সুখকর অতি সবাই ভালো
জীবন চলার পথে,
সাদা পাতা আমি করি কালো।