মায়ের দোয়া বিহনে পাবেনা কেউ স্বর্গ
মায়ের গর্ভকোষে জম্ম আমাদের একফোঁটা জলে
মায়ের শত কষ্টে অতি যত্নে বেড়ে উঠি সকলে।
সেই মাকে করি সময়ে অবজ্ঞা আর অবহেলা!
মাকে কষ্ট দিলে অশান্তিতে কাটবে জীবনের ভেলা।
ইসলাম ধর্মে বলে মায়ের পদতলে সন্তানের জান্নাত
একটি সন্তানের জন্য বাবা মায়ের কতো শত চেষ্টা করে মানত।
মা ডাক শোনার জন্য মায়ের বুকটা করে হাহাকার
সেই সন্তানের অপমানের মায়ের কলিজা ছারখার।
সন্তান আগমনের তরেও মায়ের কন্দণ বৃদ্ধ বয়সেও কন্দণ!
সন্তান জম্ম দিয়ে করেছি কি ভুল আল্লাহ্ কেন আমারে দেয়না মরণ।
এমন সন্তান আশা করেনা কোনও মায়ের জাত
অর্থশালী বিক্তশালী সন্তান থাকতেও নাই মায়ের পাতে ভাত!
থাকবে কি তোর প্রভাব প্রতিপত্তি
থাকবে কি সহায় সম্পত্তি?
তুমিও একদিন বৃদ্ধ হবে থাকবেনা যৌবনের গরম
সময় থাকতে কর শ্রদ্ধা,করিও না শরম।
মায়ের সাথে কথা বলিও কমল কন্ঠে নরম।
মায়ের দোয়া আশির্বাদ জীবনের পাওয়া পরম।
মা থাকিতে মায়ের যত্ন নিবো দিবা-নিশি
মা যে আমার এই জীবনের ঔষধের শিশি।
শপথ করে বলছি মাগো দেহে থাকিতে প্রাণ
কোনদিন সইবনা আমি তোমারে অপমান।
স্ত্রী সন্তানের কথা ভেবে মাকে রাখো বৃদ্ধাশ্রমে!
তোমার সন্তানও যে তোমাকে রাখবে অসহায় আশ্রমে।
মায়ের যত্নে নিজের জীবন করতে চাই উৎসর্গ
মায়ের দোয়া বিহনে পাবেনা কেউ স্বর্গ।
পরিবারের বায়না
মেয়ে ধরেছে বায়না
দিতে হবে আয়না।
ছেলে চায় ফুটবল
খেলাধূলায় শক্তি বল।
মা চায় পানের বাটা
বাবা দেয় মাকে খোটা।
ভাইয়ে চায় বাইক
বউ ধরেছে মাইক।
বোনেরা চায় কসমেটিক
ভাবী করেন বকবক।
গোমড়া মুখে বসে
বউ এগিয়ে আসে।
বাবার কোন চাহিদা নাই
বলি আমরা ভাই ভাই।
মিটায় পরিবারের বায়না
আনন্দে আসে কান্না।
আমার খোঁজ কেউ রাখেনা
মা আমার জানেনা।
পরিবারের সেবা করে কাটায় দিন রজনী
বাড়িতে না ফিরলে বকেন মা জননী।
ভুল হলে একটু খানি
বাবা দেন বকুনি।
তোমার শূন্যতা
এ শুধু হৃদয়ের আর্তনাদ
তোমাকে আপন করে না পাওয়ার দীর্ঘশ্বাস।
যতো দিন রবে এ দেহে প্রাণ
তোমাকে পাবার শেষ আশ্বাস।
যতো দিন নয়নে থাকবে আলো
ততো দিন হৃদয়ের অশ্রু বহমান।
তবুও ক্ষিপ্ত মনে অভিশাপ নয়
তোমার জন্য শুধুই আশির্বাদ।
বিচ্ছেদের অনলে পুড়ে লেখার শক্তি চলমান
ভালো থেকো অবিরাম এই দোয়া করি।
সুখে যেন থাকো চিরকাল।
মুনাজাতে এই ফরিয়াদ করি।
আসলে সমাজ সংসারে
তোষামোদের জয়
সতত সত্য যেন অপ্রিয় হয়
সহজ সরল পথে বিপদের ভয়!
তবুও জয় হক তোমার
ক্ষয় হক আমার ।
তোমার শূন্যতা অপূর্ণতায় রয়
কেউ যদি আসে জীবনে যৌনতার ক্ষয়
হাসি মুখে ভালোবাসার অভিনয় হয়
তুমি বিনে জীবনের পূর্ণতাপ্রাপ্তি কি হয়।
:-) রঙ্গ নারী :-)
রঙ্গ নারী,
বণ্য বাসী।
সঙ্গ করে,
পুরুষ জাতি।
অন্ধ কারে,
পর বাসী।
সংসার করে,
উপবাসী ।
সন্তান হয়।
স্নেহ্নের কাঙ্গাল।
সর্বনাশা নেশা ঘোরে,
পরকীয়ায় মত্ত হয়ে।
ভালবাসার
দাম না দিয়ে,
সমাজে আনো অশান্তি।
তুমি না? কন্যা!!
জয়া ,জননী!?