তোমার মতো প্রিয়া
তোমার মতো প্রিয়া আছে বলে,
আজ আমি ভালোবাসি।
অনেকগুলো বাঁচার স্বপ্ন নিয়ে,
মোরা দু' জনে কাছাকাছি।
তোমাকে নিয়ে মেঘের দেশে,
পারি দিতে ইচ্ছে করে।
প্রজাপতি হয়ে স্বপ্নের ডানা মেলে
ফুলে ফুলে উড়তে ভালো লাগে।
দুর পাহাড়ের নুপুরে ছন্দে ছন্দে,
বেজে ওঠে ঝর্ণা ধারা।
রাতের আকাশে মিটি মিটি করে,
জ্বলে উঠে সন্ধ্যা তারা।
পূর্ণিমার রাতে চাঁদের আলো
অপরূপ দৃষ্টি নন্দন কারে।
তোমার মতো প্রিয়া আছে বলে,
আমি ভালোবাসি তোমারে।
মশার কামড় শক্তি
মশার শক্তির কাছে মানুষ
হার মানছে আজি।
মশা শালা বড় সাহসী আর,
হয়েছে শক্তিশালি।
মশার দল ছদ্ম বেশে আসে,
লোকালয়ে ঘরে ঢুকে।
সাবধানে লুকিয়ে থাকে এবং,
মানুষের রক্ত নেয় চুষে।
আরাম করে নির্ভয়ে খায়,
কোন রকম নড়াচড়া করে না।
রক্ত চুষে নিয়ে মানব দেহের,
ভেতর বিষ দিয়ে চলে যায়।
মশার শক্তির কাছে মানুষ আজ,
হার মানছে কেবলমাত্র।
নেই এর কোন প্রতিকার,
চারিদিকে মরছে মানুষ করছে,
শুধু হাহাকার, থামছে না' যত,
মশার কামড় আর শত উত্তাপ।
মশার কামড় শক্তি সাহস দমাতে,
না পারে যদি সরকার জনতা।
তবে আর মানুষ হিসেবে মশার
কাছে বেঁচে থাকার নাহি নিস্তার।