(০১)- সবজির বাজার
বউ দিলো হাতে ফর্দি ব্যাগ,
এলাম সবজির বাজার।
দাম শুনে আমি হতভাগা ক্রেতা,
হ'য়ে গেলাম আস্ত হ্যাক।
আলুর কেজি ষাট টাকা,
কাঁচা মরিচ একশো বিশ।
ছোট বড়ো ক্রেতারা সব,
করছে তাঁরা ফিসফিস।
পটল পেঁপে ঝিঙা লাউ,
সবগুলোর দাম বেশি।
দাম কমাতে পারছে না কেউ
মুখের বুলি মা'রে শুধু ফাউ।
পিঁয়াজ রসুন আদা হলুদের,
বাড়ছে দাম এতো বেশি।
শুধুা ভাত খাইতো আমি ভাই,
পাঁচ টা আঙুল চুষি চুষি।
চাল ডাল আটা ময়দা লবণ,
চিনি চা পাতা মশলা ও তেল।
হুর হুর করে বাড়ছে যে দাম,
দমানোর নাইকো কারো বেল্ট।
আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি,
মিলছে নাতো কভু আজ।
সবজির বাজার গরম তবু্ও,
মিলেছে না কোথাও কাজ।
সবজির বাজার গরম যদি হয়,
মানুষ সব মরে হবেব শেষ।
সবজির বাজারে মানুষ মরলে।
বাঁচবে কেমনে মোর এই দেশ?
(০২)- আসছে হেমন্ত
হলুদ রঙের রঙ ছড়িয়ে,
আসছে হেমন্ত।
বাড়ি বাড়ি খোকা খুকু,
দিচ্ছে নিমন্ত্রণ।
নতুন ধানে খুশির জোয়ার,
ভাসছে ঘরে ঘরে।
কৃষক কৃষাণী করছে গান,
হেমন্তের তরে।
শালিক পাখি উড়ছে আজ,
হেমন্তের মাঠে মাঠে।
শিশির ঝরা মুক্তো দানায়,
আসছে হেমন্ত।
-------------------------------------
কবি মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা
হাতীবান্ধা, লালমনিরহাট।