০১- বিজয় মানে মায়ের হাসি
বিজয় মানে মায়ের হাসি,
বড্ড ভালোবাসি।
বিজয় মানে নবচেতনায়,
রক্ত স্রোতে ভাসি।
বিজয় মানে দামাল ছেলের,
বিলিন তাজা প্রাণ।
বিজয় মানে ফুলবাগানের,
বেলীফুলের ঘ্রাণ।
বিজয় মানে রাখাল ছেলের,
সুরে তোলা বাঁশি।
বিজয় মানে সবার এ দেশ
অনেক ভালোবাসি।
বিজয় মানে শহীদ ভাইয়ের,
আত্ম বলিদান।
বিজয় মানে স্বাধীন বাংলাদেশ,
করি তারে সম্মান।
বিজয় মানে পূর্ব আকাশে
উদীয়মান লাল সূর্য।
বিজয় মানে শীর নত নয়
সকল দেশের উর্ধ্বে।
০২- মায়ের রান্না
মায়ের গলা ধরে খোকা,
বলছে আদর করে।
কি রান্না করছো মাগো,
আজিকে তোমার ঘরে?
মা জননী খোকার প্রশ্ন,
শুনছে মনোযোগে।
স্নেহ ভরা কন্ঠে মা জননী,
বলছে খোকা ওরে।
চিংড়ী মাছ পুঁই রেঁধেছি,
দেবো খেতে তোরে।
জলদি করে ডুব দিয়ে আয়,
দেবো এখন ভাত বেড়ে।
০৩- ভালো খোকা
এক ছিলো ছোট্ট খোকা,
ভীষণ ছিলো ভালো।
পড়া লেখা করে খোকা,
দুর করে যতো কালো।
আপন মনে পড়ে খোকা,
আপন মনে লেখে।
পড়া লেখা করে খোকা,
হৃদয়ের মাঝে রেখে।
গর্ব করে ব’লে খোকা,
অনেক বড় হবো।
দেশের মানুষ দশেের মানুষ,
সবার মাঝে রবো।
সত্যি অবাক খোকা একদিন,
অনেক বড়ো হয়।
গরীব দুঃখী সব মানুষের,
হৃদয় করে জয়।
০৪- সফল খোকা
ছোট্ট খোকা ফারদিন,
খায় শুধু সারাদিন।
এটা সেটা খায় আর,
নাচে গায় তাক ধিনাধিন।
চেহারাটা শ্যাম বরণ,
কথা বলে নানা ধরণ।
বন্ধ থাকে না তাঁর মুখ,
মা দেখে তা পায় সুখ।
সবাই তারে ভালোবাসে,
স্নেহ ভরে ডাকে কাছে।
হাসি ভরা মুখ যার।
কোন দুঃখ নাই তার।
এই খোকা একদিন,
আনবে ডেকে সুনাম।
থাকবে না তার বদনাম।
সফল খোকা সেই দিন।
০৫- মিষ্টি ভালোবাসা
মায়ের কাছে আছে অনেক,
স্নেহ, মিষ্টি ভালোবাসা।
মায়ের কাছে পাই যে আমি,
জীবন গড়ার আশা।
মা যে আমায় যত্ন ভরে,
কতো আদর করে।
খুশি খুশি মনটা মায়ের,
বুকে জড়িয়ে ধরে।
মায়ের থালার খাবার নিয়ে,
আমার মুখে দেয়।
মায়ের পেটে থাকলে ক্ষুধা,
কষ্ট তবুও না নেয়।
সকাল বিকাল হলে মা,
আমায় পাশে নিয়ে।
অ আ ই ঈ ক খ গ ঘ ঙ,
শিখাত মা, নানা ভঙ্গি দিয়ে।
মা শিখাত এক দুই তিন চার,
পাঠ করো বার বার।
গুরুজনের শ্রদ্ধা সম্মান করা,
শিখাতো আমার মা।
মায়ের আছে আদর সোহাগ,
মিষ্টি মধুর ভালোবাসা।
মায়ের কাছে সন্তানরা পায়,
জীবন গড়ার আশা।