সুখের খোঁজ
ধরার বুকে আমরা সবাই
ছুটছি সুখের পিছে,
জীবন জুড়ে সুখের তরে
লড়াই করছি মিছে।
দুঃখের কথা বলবো কারে
সবাই বলছে দুখী,
অতি লোভের মোহ ঘোরে
কোথায় মিলে সুখী।
জীবন খানি দুঃখ সুখের
যারা মানেন ভবে,
সুখের আলো জেগে উঠে
ভবের কূলে তবে।
দুঃখের পরে সুখের আশা
সবার মনে জাগে,
চলতি পথে হোঁচট খেলে
চলতে দুঃখ লাগে।
দুঃখ থেকে সুখের আশা
বোকার মতো কথা,
লোভী আশা ছাড়ে যেথা
সুখটা পাবে সেথা।
বিবেক শূন্য
ধোঁকা বাজি স্বভাব যাদের
ধোঁকা দেওয়া চাই,
স্বার্থের লোভে ছদ্ম বেশী
লোকের অভাব নাই।
তোষা-মোদির, ছলচাতুরী
ভ্রষ্টা লোকের শান,
মানব বেশি দানব সেজে
লুটপাট করে খান।
শিক্ষা- দীক্ষায় ডিগ্রিধারীর
বাহ্যিক রঙিন সাজ,
মানুষ নামের অমানুষ সব
বিবেক শূন্য কাজ।
অন্যের সুখে হিংসায় জ্বলে
হিংসুক মতের চল,
সুখের ঘরে আগুন লাগায়
নিঠুর লোকের দল।
গোড়া কেটে গাছের আগায়
পানি যারা দেয়,
নিমোক খেয়ে হারাম খোরে
প্রাণটা কেঁড়ে নেয়।
মেল বন্ধন
মনের আবেগ ছন্দের তালে
কবি লিখে ডাকেন,
বই পত্র আর নেট জগতে
প্রচার করে থাকেন।
কাব্য ছড়ায় মনের কথা
ফুটিয়ে দেন তিনি,
ইন্টারনেট আর মিডিয়ায়
প্রচার করায় চিনি।
লাইক কমেন্টের মেলবন্ধন
লেখক পাঠক করেন,
মনো মতন কাব্য গাঁথায়
সাহিত্যের হাত ধরেন।
নিজের মতো স্বপ্ন জাগায়
লেখক পাঠক জানে,
একে অপর ভাষার জন্য
ভিন্ন রকম মানে।
আমরা সবাই ফেসবুকেতে
লাইক কমেন্ট করি,
বাস্তব মুখী কবিতা পড়ে
নিজের জীবন গড়ি।
স্বপ্ন পাখি
এই ধরণীর স্বপ্ন পাখি
তুমি আমার জান,
তোমার জন্য ব্যাকুল হয়ে
থাবে আমার প্রাণ।
স্বপ্ন সুধা মনের আধার
জীবন জুড়ে রয়,
প্রাণের স্ফুরণ মনে জাগে
আমার মনে কয়।
তোমার প্রেমে ডুবে আমার
সংসার টুটে যায়,
তোমায় পেতে লড়াই করি
জীবন জুড়ে হায়।
যায় চলে যাক প্রাণ আমার
তাতে ক্ষতি নাই,
সব হারিয়ে তোমায় আমি
শুধু পেতে চাই।
আপন জনের চেয়ে আপন
তুমি আমার সব,
তোমার জন্য আকুল পরাণ
তুমি আমার রব।
লোভ
লোভে পড়ে মানুষ জনের
দুঃখে জীবন কাটে,
লোভকে ধ্বংস করে এসো
ঘুমাই শান্তির খাটে।
লোভী মানুষ লালসায় ডুবে
পাপের পথে ছুটে,
লোভের বশে কাজে কর্মে
লাঞ্ছিত হয় বটে।
লোভের ফলে ঝাঁটা জুতার
মালা ভাগ্যে জুটে,
জগৎ লোভী মানুষ জনের
ইজ্জত সম্মান টুটে।