চলছে হেমন্ত
শীতের বুড়ির ঘুম ভাঙতে একটু একটু করে
হেমন্ত এসে বলছে এ খবর গিয়ে ঘরে ঘরে।
সোনালু ফসল মাঠে মাঠে বাতাসেতে নড়ে
ফসল তোলার সুখ স্বপ্ন, সব কৃষকের ঘরে।
শীতের বুড়ি ওঠছে জেগে নানান কথা বলে
দাপট নিয়ে জাগবে বুড়ি হেমন্ত গেল চলে।
হেমন্তকে ডেকে বুড়ি শীত দিলো অল্প অল্প
তাইতো, হেমন্তেই শুরু হয় শীত ঋতুর গল্প।
অল্প শীতেগল্প কথায় চলছে ঋতু হেমন্ত
মাঠ ভরা ফসলে কৃষকের খুশীর নেই অন্ত।
শীতের ছড়া
শীত শীত কনকনে শীত
দাদী বুড়ী পান চিবায় গায় গীত,
শিশির বিন্দু টলমলে
ধানের ক্ষেতের মখমলে।
কৃষাণীর বাঁশির সুরে পিঠা পুলি ঘরে ঘরে,
খেজুরের রস টসটস
শীতের নাচন দেখায় পৌষ।
শীতের সকাল মধুর লাগে সূর্যিমামা যখন জাগে,
ধনীর ঘরে শীত আসে।
কুঠিরেতে দুঃখ আসে।
দামী পোশাকে ধনীর ছেলে
টোকাইর তোষক নাহি মিলে,
শীত নিয়ে কত ছড়া গরিব ঘরের ঘুম হারা।