চাওয়া পাওয়া
------------
চাওয়া পাওয়ার হিসেব করতে গেলে,
আমার হিসাব শূন্য।
যা পাইনি তাই ছিল,
আমার জীবনে নগন্য।
জীবনের চাওয়ায় হিসাব অনেক আছে,
পাওয়া হয়নি তা।
চেয়ে দেখি সবই ছিল,
পাওয়া হয়নি তা।
বাস্তবতা মানতে গেলে জীবনের কিছু নাই,
চাওয়া জিনিস পাওয়া হলে পূর্ণতা পায়।
অনেক কিছু চেষ্টার পরের,
রয়ে গেল অপাওয়া।
জীবনটাকে শূন্য করে
চেয়ে গেল মায়া।
বাস্তবতায় যার জীবনে যত চাওয়া কম,
চেয়ে দেখ তার জীবনটা সবার চাইতে অন্য রকম।
------
ভিক্ষুক
------
রাস্তায় রাস্তায় হেটে হেটে করে যারা ভিক্ষা,
তাদের থেকে নেওয়ার আছে আমার অনেক শিক্ষা।
কেউ বা করে অভাবে আবার কেউ বা স্বভাবে,
এটাকে নিজের জীবিকা করে তারা দিন পার করে।
আছে যত ল্যাংডা কানা, এটা তাদের অভাব,
অসুস্থতার বাহানায় করে, এটা অনেকের স্বভাব।
বর্তমানে কে আসল ভিখারি বুঝা বড় দায়,
রাস্তায় আছে শত শত ভিখারি আসল খুঁজে না পায়।
নিয়তির কারনে অনেকে করে এই ধরনের কাজ,
কেউ আবার স্বভাবের কারনে করছে এমন কাজ।
ভাগ্য তাহার লিখা ছিল,
জীবনে হবে এমন।
নিয়তির কাছে হেরে গিয়ে,
করছে অনেকেই এমন।
ক্ষুদার জ্বালায় কাতর হয়ে রাস্তায় রাস্তায় হাঁটে,
দুই একটা পয়সা যদি তাদের ভাগ্যে জুটে।
পেটের জ্বালার মতো ব্যথা এই দুনিয়া নাই,
ক্ষুদায় জ্বালায় কতজনই এভাবে প্রান হারায়।