০১- প্রয়োজন
সবার মতো তুইও কী! আমায়
ভুলে গেলি ওরে।
আমার কথা তোর ও কী! আজ
পরে না আর মনে।
আমি যখন ছিলাম পাশে বলিতে
কতো রকম কথা।
আমায় তুই ভুলবি না কখনও
দিয়ে ছিলে আশা।
সেই তুই আজ ভুলে গেলি অন্য
সবার মতো করে।
কথা দিয়েও রাখলি না তুই,করলি
ছলনায় অবহেলা।
যখন তোর প্রয়োজন ছিল,আমায়
আপন করে নিলে।
প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিয়ে
আমায় ভুলে গেলি।
ভুল কি তবে ছিল আমার, তোর
প্রয়োজন মিটানোই।
যে প্রয়োজন মিটিয়ে হারিয়ে গেছি
আজ আমি টাই।
সেই হারিয়ে যাওয়ার মাঝে, আমি
খুঁজি না আর তোকে।
তুই যে আছিস এখন সব হারিয়ে
ফুরিয়ে যাওয়ার শোকে।
০২- অভিমান
মনের মাঝে ভালোবাসা নেই
তবুও হৃদয়ে রয়ে যায় পিছুটান৷
অবাধ্য মনে অভিমান থাকলেও
বারবার ধরতেই চায় দুটি হাত।
অভিমান ভেঙে ফিরে যেতে চায়
তবুও কেন ফিরে যেতে পারি না।
রোজ ভাবি আজ বুঝি ফিরে যাব
অভিমানগুলোই ফিরতে দেয় না।
কখনোও ভাবি, নেই সে আমার
অভিমানে হারিয়ে ফেলেছি থাকে৷
তবুও মন,থাকে ফিরে পেতে চায়
ফেলে আসা দিনগুলোর টানেই।
দু’চোখ বেয়ে পড়েছে শুধু জল।
ভুলতেই পারছি না পিছুটান,তাই
সব অভিমান ভুলে ফিরতে চাই
ভালোবাসার সেই মানুষের কাছে।
০৩- ভাঙার খেলা
যে দিকে থাকাই,
সে দিকেই দেখি
চলছে ভাঙার খেলা।
আলোর শেষে,
আসলো ফিরে
আধাঁর রাতের বেলা।
তারুণ্যতে ভুলে ভরা
ধ্বংস দিকে দিকে।
অস্তিত্বের চলছে লড়াই
থাকবে কারা টিকে।
চলছে চলুক তবে,
থামবে না কারো তরে
সবে আজ দিশেহারা।
ফিরে আসবে না তারা
শেষ আধাঁরের মাঝে
হারিয়ে গেছে যারা।