ক্ষমতার লোভ ছাড়ো
------------------------------------------------------
কেন এতো কাটাকাটি ক্ষমতার লোভে?
মরে যদি যাও তুমি কিবা লাভ হবে?
ধরো তুমি বঙ্গ নয় পৃথিবীর রাজা
হঠাৎ ই শোনা গেল মৃত্যু তব সাজা।
তাহলে কি লাভ হলো বিশ্বপতি হয়ে
জীবন তো চলে গেল রাজ্য পাঠ পেয়ে।
কি দাম থাকলো বলো রাজ তখতের
কিবা লাভ হলো বলো রাজা ক্ষণিকের?
অতএব লোভ ছাড়ো বহু ক্ষমতার
ভাবনা সাজাও সদা জীবনটা গড়ার।
জীবন গড়লে পরে মনে রাখে লোকে
ভালোবেসে ঠাই দেয় আপনার বুকে।
এমন অনেক রাজা ধরা ছেড়ে গেছে
ভুলে গেছে লোকে তারে মরণের সাথে।
ফের বহু নিঃস্ব আছে জগৎ মাঝার
মৃত্যুর পরেও আজো জয় জয় কার।
----------------------------------------------------------
সবজির ছড়া
----------------------------------------------------------
বাজারেতে যাচ্ছে খোকা
হাতে নিয়ে থলে,
ভরবে থলে তরকারিতে
নুন আর তেলে।
বাজারেতে এলো যখন
পায়ে হেঁটে হেঁটে,
তরকারি আর তেলের দামে
ছাতি গেল ফেটে।
কি কিনবে তরকারি আর
কি কিনবে নুন,
সব জিনিসের দামের উপর
জ্বলছে তো আগুন।
এক'শ টাকা আলুর দাম
দুই'শ টাকা তেল,
বাজারেতে চলছে এখন
ঊর্ধ্বগতির খেল।
দাম শুনে বেহুশ হয়
আম জনগণ,
জিনিসের দাম এখন
মুক্তার মতন।
মুক্তা তবু পাওয়া যায়
সবজি পাওয়া ভার,
ভালো লাগে না এমন তরো
কি বলবো আর।
----------------------------------------------------------
কুয়াশার আগমন
-------------------------------------------------------
কুয়াশার বাড়াবাড়ি
এতটাই তাড়াতাড়ি
ছিল কল্পনা হতে দূরে,
কুয়াশা এত বেশি
প্রাতে: রোদের হাসি
যায় না দেখা দুটি নয়ন জুড়ে।
দেখেছি কুয়াশা আগে
এতটাই আগেভাগে
আসেনি বাংলা জুড়ে,
কোন কাল চলে এলো
দিনের বদল হলো
অঘ্রণ মাসে কুয়াশা ঘিরে ধরে।
হেরেছি জীবন ভরে
পৌষে কুয়াশা ঘিরে
মাঘ অবধি থাকে তার জোর,
কিন্তু একি দেখি
কুয়াশার মাখামাখি
অঘ্রণ মাসের শুরুতেই যেন ঘোর।
এমন ছিল না আগে
দেখিনি কখনো চোখে
কুয়াশার ঘন ঘটা,
কালে কালে দেখি আজ
কুয়াশার নয়া সাজ
যায় না দেখা সূর্যকিরণ ছটা।
-------------------------------------------------------