কবিতাঃ তোমার দেখা
এক আকাশের নীচে থেকে পাইনা তোমার দেখা,
ঘুমিয়ে আছো মাটির ঘরে আমায় করে একা।
হঠাৎ করে চলে গেলে কিছু বললে না,
আসবে ফিরে আবার তুমি সেটা জানি না।
অপেক্ষায় প্রহর কাটে তোমায় মিলে না,
দিন পুরিয়ে রাএি না তুমি আসো।
কি অভিমানে চলে গেলে সেটা জানি না,
আবার কি আর আসবে ফিরে একবার বলো না।
ঘুমিয়ে তুমি সুখে আছো,
আমি আছি কষ্ট।
একবার যদি দিতে দেখা আমারও সাথে,
আপন ভাবে রাখতাম তোমায় আমারও কাছে।
বেঁচে থাকতে বলছিলে তুমি, আমারি থাকবে,
চলে গেলে আমায় ছেড়ে কে তা দেখবে।
তুমি আছো স্মৃতি হয়ে এই আমারই বুকে,
মরন হলে আসবো আমি তোমারই কাছে।
কবিতাঃ প্রহর
আকাশের দিকে চাহিয়া দেখ সব কিছু নিঃশব্দ,
হাহাকারে কাটচে সব কিছু।
নীল দরিয়ার মতো ঝরছে চোখের অশ্রু,
মিলছে না জীবনের হিসাব।
কোথাও নাই শান্তি,
সব কিছুই জানি অশান্তি।
কেউ তো নেই আজ সুখে,
ভিতরে ভিতরে জ্বলছে অসুখে।
মনের ভিতর বহু জ্বালা,
পড়িতেছে শুধু অশ্রুর বেলা।
চিন্তায় কাটে প্রহর,
জ্বলছে চিতার অনল।
পুড়ছে আজ হুদয় টা,
কাঁদছে মনে মনে।
নিদ্রার দেখা নাহি মিলে,
অনিদ্রায় প্রহর কাটে।
দেখা মিলে না আজ স্বপ্নের,
সুখ বুঝি আজ নাহি মিলে।