আমার বাবা
বট বৃক্ষের ছায়ায় মতো দিয়েছে যিনি ছায়া,
সে যে আমার চোখের মনি সে যে আমার মায়া।
জীবনে যত সফলতা সবই তোমার জন্য,
তোমার মতো মানুষ পেয়ে আমার জীবন ধন্য।
বলছি আমি তোমার কথা,
তুমি আমার বাবা।
রোদের মাঝে ছায়া দিয়েছো,
দিয়েছো স্নেহ মায়া।
না খেয়েও আমাদের মুখে দিয়েছো তুলে খাবার,
ছেড়া জামায় পার করেছো হাজারো দিন তোমার।
নিজের জীবন উদার করে আগলে রেখেছো বুকে,
সকল কষ্ট বুকে নিয়ে আমাদের রেখেছো সুখে।
আমার পৃথিবী রঙ্গিন বাবা শুধু তোমার জন্য,
সফল হয়ে আমিও করবো তোমার জীবন ধন্য।
দুঃখের সময় থেকেছো পাশে দিয়েছো শান্তনা,
তোমার মুখের দিকে থাকিয়ে ভুলেছি সকল যন্ত্রণা।
বাবা আমার খোদার দেয়া শ্রেষ্ঠ উপহার,
তোমার জন্য করে দিলাম আমার জীবন উদার।
বলতে পারিনি বাবা তোমায় কতটা ভালোবাসি,
তোমার জন্য আজো আমি এই পৃথিবীতে হাসি।
তোমার মতো ত্যাগী মানুষ আমি দেখি নাই,
আমার জীবনে আমার বাবা সেরা আর তো কেউ নাই।
জীবন নৌকা
জীবন নৌকায় বাহিতে আছো জীবন নামের তরী,
কোথায় গিয়ে থামবে এটা কেউ নাহি জানি।
জোয়ার ভাঁটা আসে বারবার সহিতে তোমায় হবে,
কুল কিনারার দেখা পেলে সেখানে সবাই চরে।
ভাঙা নৌকার পাল দরিয়া বাহিতে থাকো তরী,
সাবধানেতে চালাও নৌকা ঢেউয়ের অনেক গতি।
পথ হারিয়ে যাইও না কভু ভুলে নদীর সৌতে,
পথ দেখানোর কেউ নাই তোমার আজ এই বেলাতে।
মাঝে মাঝে পাবে দেখা অন্য মাঝির দেখা,
ভুলে যদি পা দাও তুমি হয়ে যাবে একা।
নিজের নৌকা নিজে চালাও কাউকে নিও না,
পথ হারালে তোমার সঙ্গী কেউ হবে না।
স্তব্ধ নদীর জলে দেখ কতই না শান্ত,
সময় হলে দেখবে তুমি কতই না ক্লান্ত।