সুখ কবে মিলবে
==========
আধারে জীবন হারিয়ে যাচ্ছে,
নেইতো কভু আলো।
সুখ টা আজ পর হয়েছে,
চাঁদের আলোর মতোন।
ঘুমটা আজ হারিয়ে গেছে,
মাথায় হাজার চিন্তা।
সুখ আজ উঁকি দিয়ে,
হারিয়ে গেছে নিদ্রা।
মনের মাঝে শান্তি নেই তো,
সেই না আগের মতো।
জীবন যেন থমকে গেছে,
শান্ত নদীর মতো।
শুকিয়ে গেছে চোখের জল,
পড়ে না আগের মতো।
কান্না করার ইচ্ছে থাকলেও,
হয়না আগের মতো।
কত রাত যে কেটেছে আজ,
কতই না নির্ঘুমে।
রাত পেরিয়ে যায় এই চিন্তায় আমার,
সুখ যে কবে মিলবে।
===========
কবিতা: স্বপ্ন
===========
ভাঙা ঘরে ছেড়া কাঁথা পড়ে,
দেখি আমি স্বপ্ন।
কবে ধরবো আকাশের ঔ
তাঁরার মেলার অনন্য।
স্বপ্ন আমার আকাশ ছোঁয়ার,
ধরতে নাহি পারি।
কখন জানি পালিয়ে যায়,
আমার দেখা স্বপ্ন খানি।
আকাশের ঔ খানেতে,
কত তাঁরার মেলা।
ঘুরছে আমার স্বপ্ন খানি
ততই উরাধুরা।
জানি আমার স্বপ্ন কভু,
হবে না তো পূরন।
তবুও আমি স্বপ্ন দেখি
ঔ না তাঁরার মতোন।
স্বপ্ন আছে কত আমার,
পাইনা কভু তাল।
রাত ফেরিয়ে ভোর আসিলে
স্বপ্ন হয় ছারখার।