অপরাজিতা
এই পৃথিবী ঘুরে আমি দেখেছি কত অচেনা মুখ,
একবার ও মিল পাইনি তার সেই চির চেনা অপরাজিতার শোক।
কথা ছিলো বাঁধবো মোরা একটি সুখের ঘর,
সেই তুমি-য়ে চলে গেলে করে আমায় পর।
হাতে হাত রেখে তুমি করেছিলে শপথ,
যেনো থাকি হাজার বছর মিলেমিশে একসাথ।
একবার ও পিছনে ফিরে দেখলে না এই অভাগার মুখ,
তোমার জন্য এ ধরাতে রয়ে গেলো অধরা সুখ।
কি এমন বাহানা করে করলে আমায় পর,
বাঁধলে কি সত্যি তুমি সেই অন্য মানুষের ঘর।
একবার যদি আসতে তুমি এই অভাগার বুকে,
আপন করে রাখতাম তোমায় আমার এই বুকে।
সময় যদি হয় পড়ে দেখিও তুমি আমার লেখা,
মনের ভেতর শান্তি জাগবে মিলবে সস্তির দেখা।
কেউ দেয়নি দাম
জীবিত থাকতে না দাও যদি দাম,
মরলে কি দিবে তুমি তার সম্মান।
থাকতে দুনিয়াতে বুঝে না কেউ,
অন্য জনের মূল্য।
মরলে পরে সবাই বলে,
সে ছিল খুব ভালো।
বিসাধের যন্ত্রণাকে,
কতজনই না করলো আপন।
পরম সুখে ঘুমিয়ে আছে,
পাশে নাই আত্মীয় স্বজন।
বুকের ভেতর আপসোস হাজার,
বেঁচে থাকতে দেয় নি কেউ তার দাম।
কত না যন্ত্রণা সহ্য করেছে সে,
আঘাতে আঘাতে পুড়িয়েছে নিজেকে।