ওগো বিদেশিনী
============
আমারও পরান দিয়েছি,
তোমারও তরে।
ফিরায় দিও না এই বেলায়,
পর হব বলে।
তোমার ও দেশে এসেছি আমি,
তোমার টানে।
দুরে ঠেলে দিও না মোরে,
আজ এই ভুবনে।
ওগো মোর বেদেশিনী,
তোমারেই বেসেছি ভালো।
আজ ফিরায়ে দিও না মোরে।
একবার করিও মোরে,
তোমারও ভালোবাসা দান।
শপে দিব আমি তোমার তরে,
আমারও প্রান।
তোমার জন্য জীবন আমি,
করে দিব উদার।
একবার রেখে দাও মোরে,
তোমার মাঝে শপেছি প্রান।
------------------------
সুখ কোথায়
------------------------
খুঁজেছি আমি সুখ,
বারে বারে।
দুঃখ নিল ভাসিয়ে,
তাহারও তরে।
কি লিখা আছে আমার,
জীবনেরও শেষ পাতায়।
শুধু জানতে চাই,
জীবনে একবার।
সুখেরও আশায় রয়েছি,
আমি কতকাল।
সুখ তবু পর করে দিল,
আমায় বহু বার।
ঠকেছি আমি বহুবার,
কত জনের কাছে।
মুখ ফুটে বলেনি কাউকে,
সবই আমার মালিক যানে।
জানিনা কি কারনে,
সুখ হল না আমার।
নিশ্বাস টা চলে গেলে,
হয়ে যেতাম মুক্ত এবার।