সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

কবি মো: সফি উল্লাহ মিয়া ভাই এর তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩৮ Time View

হেমন্ত এলো

অপেক্ষার প্রহর গুনেছি,
বসে শরতের কাশ বনে।
শরৎ গেল হেমন্ত এলো,
হলো না দেখা তোমার সনে।

তুমি আসবে আমি তোমার,
পথ পানে চেয়ে আছি তাই।
তুমি আছো বলেই তো বন্ধু,
আজও বেঁচে থাকতে চাই।

আমার অপেক্ষার প্রহর,
যেন শেষ হয় না।
তুমি ছাড়া এ হৃদয় বীণার,
সুর বেজে উঠে না।

কষ্টের ঢেউ আছড়ে পড়ে,
আমার বুকের মাঝে।
তোমায় বন্ধু খুঁজি আমি,
সকাল সন্ধ্যা সাঁঝে।

তোমার স্মৃতি ভেসে উঠে,
আমার সকল কাজের মাঝে।
অনেক কথাই পড়লে মনে,
লজ্জায় মরি আমি লাজে।

অনেক দিন হয় গেছো চলে,
আসলে না তো আর ফিরে।
শরৎ গেল হেমন্ত এলো বন্ধু,
ফিরলে না আর তুমি নীড়ে।

মগের মুল্লুক

অনিয়ম নিয়ম হয়েছে,
নিয়ম গেছে টুঁটে।
নৈতিকতা হারিয়ে মানুষ,
অনিয়মের পিছু ছুটে।

ক্ষমতার অনিয়মের চোটে,
সবকিছু নেয় লুটে।
সাধারণ মানুষেরা বলতে,
পারেনা মুখ ফুটে।

লোভী স্বার্থপর কিছু লোক,
অন্যের হক,খায় চেটেপুটে।
মানুষরূপী অমানুষের চরিত্র,
তাদের কাজকর্মে ফুটে উঠে।

কেউ প্রতিবাদ করতে গেল,
ধরে তার গাড় টূঠি চেপে।
তাইতো সাধারণ মানুষ,
আমরা কথা বলি মেপে।

জোর যার রাজ্য তার,
যাকে মগের মুল্লুক বলে।
দূর্জন স্বার্থ হাসিল করে,
ছলে বলে কূটকৌশলে।

আহা মরি মরি কি যে করি,
লজ্জা শরমে ক্ষোভে মরি।
নিরবে নিভৃতে মর্মে র্কাঁদি
সৃষ্টিকর্তাকে আপন মনে স্মরি।

গণতন্ত্র হরণ

বাকশক্তি অবরুদ্ধ গণতন্ত্র হরণ,
এই যদি হয় গণতন্ত্রের ধরন।
অকালে ঘটবে সত্য ন্যায়ের মরণ,
জাতিকে করতে হবে দুঃখ কষ্ট বরণ।

গুম খুন হত্যা মামলা হামলা জেল জুলুম,
এই নয় স্বাধীন গণতন্ত্রের সঠিক সুন্দর ভাষা।
দেশবাসী সকল গণতান্ত্রিক দলের কাছে,
সুখী সমৃদ্ধি শান্তিপূর্ণ দেশের করে আশা।

শাসনের নামে অমানুষিক জুলুম নির্যাতন
গণতন্ত্রের পরিপন্থী স্বৈরাচারী আচরণ,
মসনদে যদি থাকে লুটেরা তোষামোদকারী,
তারা নয় দেশপ্রেমিক,তারা জনগণের দুশমন।

হিংসা বিদ্বেষ হানাহানি আর মারামারি,
এই নয় সত্যি কারের রাজনীতিক আচরণ।
ক্ষমতা আর পেশী শক্তি নয় চিরস্থায়ী,
ভবিষ্যতের কথা সবাইকে রাখতে হবে স্মরণ।

অচল হবে দেশ ভবিষ্যৎ হবে অন্ধকারে ঢাকা,
দেশের উন্নতি হবে না,ঘুরবেনা উন্নয়নের চাকা।
সুন্দর শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হবে ঝুঁকিপূর্ণ,
ক্ষমতার জোরে কৌশলে রাজকোষ হবে ফাঁকা।

রাজনীতিক পরিবেশ হবে সংঘাতময়,
মানবতার ঘটবে চরম নৈতিক অবক্ষয়।
সামাজিক জীবন হবে নানা রকম সংকটময়,
জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে অশান্তিময়।

নেতাদের নৈতিকতা নিয়ে জনমতে থাকবে সংশয়,
মানুষের মাঝে বিরাজ করবে আতঙ্ক আর ভয়।
অশান্তির আগুনে পুড়ে দেশ হবে চারখার,
লুটতরাজ বেড়ে যাবে,গণতন্ত্রের হবে পরাজয়।

পথভ্রষ্ট অসূর পূজারী খারাপ মানুষ যারা,
দেশের মালিক সেজে দেশ শাসন করবে তারা।
রাজনৈতিক দ্বন্দ্বে কত লোক হবে দেশ ছাড়া,
জনগণ রায় দিবে দেশের নেতৃত্ব দিবে কারা?

আমাদের আজকের স্লোগান হোক তাদের বিরুদ্ধে,
সুবিধাবাদী স্বার্থবাদী শান্তি বিনষ্টকারী নিপাত যাক।
গণতন্ত্র মানবতা অরাজকতা দমন পীড়ন মুক্তি পাক,
সকলের মাঝে নৈতিকতা শান্তি শৃঙ্খলা বজায় থাক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102