০১- পদ্মার ইলিশ
পদ্মার রুপালি ইলিশ কিনতে
গিয়েছিলাম বাজারে।
বাজারে গিয়ে শুনতে ফেলাম ইলিশ না'কি
দোকানে বিক্রি হচ্ছে চওড়া দামে।
ভয়ে ভয়ে গিয়ে দোকানিকে কহিলাম
ইলিশের কেজি কত?
দোকানি কহিলেন, ইলিশের দাম বেশি না
প্রতি কেজি মাত্র বারোশ।
দাম শুনিয়া,গলা কাঁশিয়া কহিলাম আমি
কিছু কম রাখা যায় না ভাই।
দোকানি কহিলেন, ইলিশ কিনতে এসে
দর কষাকষির মানে নেই ভাই।
দোকানির কথা শুনিয়া মনে হলো আমার
ইলিশতো মোদের জাতীয় মাছ,
এই কথাটা সবার মুখেতে শুনতেই ভালো
মানায়, খাবার বেলাতে নয়।
সাদা কালো মোড়ানো চোখ গুলো আজ
কল্পনায় চোখ বুলিয়ে মনে মনে ভাবি
ইলিশ গরিব দুঃখীর জন্য নয়,ইহা শুধু
তাদের জন্য যারা দেশে আজ বড় লোক।
গরীব দুঃখীর চোখে মুখে কল্পনা স্মৃতি হয়ে থাকবো ইলিশ মাছ।
খেতে না’হি পারবে ইলিশ টাকার অভাবে।
ইলিশ যদি খেতে চাও তোমরা
গরীর থেকে বড় লোক হও সবার আগে।
০২- এমন একদিন আসবেই
এমন একদিন আসবেই
জীবনের নিয়ম চক্র মেনে
মৃত্যুরা হানা দিবে দুয়ারে
সব ছেড়ে বিদায় নিতে হবে
চলে যেতে হবে ওপারে।
এমন একদিন আসবেই
এই মিথ্যে মায়ার বাঁধনে ঘেরা
এ জগৎ,করতে হবে পরিহার৷
তুচ্ছতাচ্ছিল্য জীবনে যত সুখ
দুঃখ-কষ্ট সব ভুলে যেতে হবে।
প্রতিনিয়ত ছুটে চলতে হবে
খুঁজে পেতে জান্নাতের দুয়ার।
এমন একদিন আসবেই
সবকিছু ভেবে নিঃশ্বাস হবে রুদ্ধ।
শুধু উপলব্ধি বেঁচে থাকা আলোর
পথে, জীবনের হিসাব মিলাতেই
চোখে ভাসবে প্রাপ্তি,অপ্রাপ্তিগুলো
সব পরে আছে জড়ো হয়ে।
এমন একদিন আসবেই
মনে ভয় জাগবে ছেড়ে যাবার।
এ নিয়মের ধারায় বিচলিত হয়ে
ক্ষণে ক্ষণে জাগবে মৃত্যুর ভয়।
সব কিছু ফেলে মৃত্যুরা বলে,কেউ
পারবে না করতে আমায় জয়।