———————-
তুমি কি আসবে
———————-
তুমি কি আসবে
সমুদ্রের ঢেউয়ের মতো হয়ে
ভালোবাসার রঙিন ছোঁয়ায় ভিজিয়ে দিবে
কোন এক পরন্ত বিকেলে।
আকাশের ওই ধ্রুবতারাটি হয়ে ঝলমল করে
আনন্দের অনুভূতি নিয়ে।
চৈত্রের তির্যক রৌদ্রের ছায়া হয়ে
তৃষ্ণারত হৃদয়ের জল হয়ে।
বসন্তের ভোরের ফুটন্ত ফুলের পাপড়ি হয়ে
দক্ষিনা বাতাসের মতো হয়ে উড়ে।
নিবিড় করে নিবে আমায়
উদাস দুপুরের ক্লান্ত পথিকের বেশে।
বিষাদ ভরা মনে নীলআকাশের
সাদা মেঘের ভেলায় ভেসে উল্কা হয়ে
প্রকৃতির স্নিগ্ধ হাওয়ায়
তুমি কি আসবে ভালোবাসার গহীনে।
——————
বেদানার্ত মন
——————
অনেক সময় বেদনার্ত মনে হাহাকার জাগে
হৃদয়ে বেদনার পাহাড় জমে উঠে।
নিশ্চুপ হয়ে যায় পৃথিবী
মন ময়ূরী নাচে না
নক্ষত্রের আনাগোনা কমে যায়।
পাখিরা ভাষা হারিয়ে ফেলে
এক আকাশ দুঃখ এসে আশ্রয় নেয়
মনের সব রং হারায়।
ফুলবাগানে সুবাস ছড়ায়না
ভ্রমরের গুঞ্জনে কুঞ্জবন মুখরিত হয়না
প্রকৃতির রুপ বদলে যায়
আনন্দ হয় নিরানন্দ।
সাগর তার আপন নিয়মে চলে
কারো দুঃখ শুনার নেই সময়
ঢেউয়ের গর্জন বিষাদ লাগে
থেমে যায় আকাশে মেঘের খেলা।
বেদনার্ত হৃদয় বিষাদের সাথে করে মিতালী।