০১-ডায়রির শেষ পাতা
তোমার মতো অতোটা আত্মসম্মান আমার ছিলো না
যদি থাকতো তাহলে বেহায়ার মতো বলতাম না।
তোমাকে ভালবাসি,তোমাকে আমার সারাজীবনের সঙ্গী হিসেবে লাগবে।
তুমি লজ্জা পেয়েছো আমি পাইনি, আমার কাছে ভালবাসার অনেক গুরুত্ব ছিলো, গুরুত্বপূর্ণ ছিলো তোমাকে আমার করে পাওয়ার চাওয়াটা।
তোমাকে বার বার দেখতে চাওয়ার নেশাটা তোমার কাছে হয়তো বিরক্তিকর ছিলো, কিন্তু আমার হৃদয়ের গহীনে সুখ খুঁজে পেতো।
তোমার মায়াবী মুখটা আজো চোখের সামনে ভাসে,চোখ বন্ধ করে ফিরে যায় অতিতে,ফিরে পায় তোমাকে। আজো ডায়রির শেষ পাতায় তুমি আছো, লেখা আছে ফিরে এসো।
০২- ঘুণমানুষ
বুঝিনি তুমি ঘুণপোকার মতো
শরীরে মিশে জড়িয়ে যাবে,
অন্তরে জায়গা করে নিয়ে
ভেতরটা ছিদ্র করে দেবে।
বাইরে দেখতে সুস্হ আমি
ভেতরটা একে বারে শেষ,
তোমার দুঃখে কাতর আমি
কাটবেনা কখনও রেশ।
কত ভালো বাসতাম তোমায়
বোঝাবো বলো কেমন করে,
পৃথিবীর সমস্ত সুখের আবাস
তোমার হৃদয়ের মনি কোঠরে।
সময়ের কাছে আমি বড় অসহায়
সুখ হারিয়েছি নিজের দোষে,
সময় আজ ছিনিয়ে নিয়েছে সুখ
কাঁদি আমি নিরালায় বসে।
০৩- মুখ আর মুখোশ
আজব পৃথিবীর আজব মানুষ
চেনা বড় দায়,
কোনটা মুখ কোনটা মুখোশ
বোঝা কি যায়।
সরল মুখের সরল ভাব
মধুর মতো ভাষা,
কথার মাঝে চলার ফাঁকে
তাকে যায়না বোঝা।
উপর উপর উপকারী স্বভাব
মনের মধ্যে গোল,
সুযোগ পাইলে বাজাবে তাই
সাধুর বেসে ঢোল।
চোখ কান খোলা রেখে
চলো গুণী জন,
সব হারিয়ে বুঝতে পারবে
ক্ষতির কত ওজন।