মাছ মাংস ডিম
গিন্নীর বয়ান সকাল সকাল,
বিছানা ছেড়ে ওঠো- হলো বৈকাল।
ব্যাগ খানা নাও হাতে,
মাছ,মাংস,ডিম আনলেই হবে তাতে।
শুনিয়া না শুনার ধরি ভান,
কানের কাছে বাড়ে ভ্যানভ্যান।
হাতের পাঁচ নিয়ে বাজারে পথে,
চলছি,ভাবছি!ফিরব বাড়ি রাতে!
ভাল্লাগে না আর বাজার সদাই,
এত কি আর আছে কামাই!
আজ আর নিব না মাছ,মাংস,ডিম,
মাছ,মাংস,ডিমের দামে 'গা'ধরে ঝিম।
কেদারা
মস্ত বিপদে আছি আমি,
আমার জন্মের পরে।
আমায় নিয়ে টানাটানি,
সবাই শুধু করে।
আমি বাপু কিছু বুঝিনা,
টানাটানির হালচাল।
আমায় নাকি লাগবে সবার,
আমি তো বেসামাল!
আমি ভাবি সবার আমি,
কিসের এত টানাটানি।
আমার বোধ হয় অনেক দাম,
কে জানে বাপু জানি!
আমার জন্য এত মিছিল,
আমার ভয় করে।
মাঝে মাঝে জাত ভাইয়ের উপর,
সবাই ঝাপায়ে পরে।
আমার জন্য রাজপথ রক্তাক্ত,
আরও কত খুন!
তারা দেখি সভ্য নয়,
খারাপ অনেক গুণ।
ওরে মুর্খ আমি যদি,
জড় হয়ে বুঝি।
তোরা কেন বুঝিস না ?
আমি যোগ্য শাসক খুঁজি।