বাবা
====
জন্মদাতা পিতা তুমি
তুমিই আমার বাবা।
তোমায় নিয়ে লিখতে গেলে ফুরিয়ে যাবে পাতা।
মাথার ঘাম পায়ে ফেলে কর তুমি আয়।
তাই তো মোরা হালাল টাকায় খাবার খেতে পাই।
নিজে না খেয়ে, খায়াও মোদের।
নিজে না পড়ে পড়াও মোদের
তুমিই আমার বাবা
সবার সেরা বাবা
ঝড়-বৃষ্টি, শীত কিংবা গরম
কোনো কিছুই তোমায় করে না কাবু
হোক না সে প্রাকৃতিক দুর্যোগ।
শত বাধাঁ বিপওি পার করে এসে
কাজ করো তুমি
সেই টাকা দিয়ে পড়ছি মোরা
স্কুল, মাদ্রাসা , কলেজ প্রাঙ্গণে।
সর্বদাই বলো তুমি
লেখাপড়া শিখে বড় হতে হবে
হতে হবে ভালো মানুষ।
জন্মদাতা পিতা তুমি
তুমিই আমার বাবা
সবার সেরা বাবা।
তুমিই আমার বাবা।
==============
তোমাতেই বিমোহিত
==============
তোমাতেই বিমোহিত আমি
তোমাতেই যে নিঃস্ব
তোমাতেই এক রাজ অভিমান আমার
তোমাতেই বিনিষ্ট.।
বিমোহিত হৃদয় আমার
বিমোহিত মন
সবটা জুড়েই কি তোমারই বিচরণ.!
তবে,, হৃদয় মাঝে আছো কি তুমি?
প্রশ্নটি করো না।
আমি যে পারবোনা বলতে তোমাকে
সবটা জুড়েই,,
তুমি নামক এক অচেনার বসবাস
বিমোহিত হৃদয়
বিমোহিত মন
সবটা জুড়েই যে তোমারই বিচরণ।।