সেবক
---------
ইলমে ওহীর সাচ্চা নুরে
জীবনের গঠন,
সত্যনিষ্ঠ জাতীর সেবক
খোদায় সমর্পণ।
খোদা ভীতি অন্তরে যার
প্রেমে মোহাম্মদ (সা.),
জ্ঞান গরিমায় ধর্মে কর্মে
স্বদেশের সম্পদ।
স্রষ্টার সৃষ্টি শ্রেষ্ঠ মানব
সঠিক মুসলমান,
সঠিক পথের পূর্ণ যাত্রী
পরিপূর্ণ ঈমান।
সুন্নাতী আদর্শে পূর্ণ জীবন
বাড়াইলেন ইজ্জত,
দ্বীন অনুসরণে তুষ্ট খোদা
বর্ষিবেন রহমত।
---------
জীবন
---------
মাটির পিন্ডে কায়ার জন্ম
ঘুচবে মায়ার নিশানা,
রঙের ভুবনে জং ধরিবে
মাটির দেহ থাকবেনা।
জীবন খাতায় যোগ বিয়োগে
শুধু ভুলের দেখা,
যতই সাজাও আপন নিলয়
ছাড়বে জগৎ রেখা।
সময় শেষে শুভ্র শিরোরুহ
কাপছে জীবন নাড়ি,
মিথ্যে সকল জগত বিলাস
নিঃস্ব চরাচর বাড়ি।
নিদান কালে নিঃস্ব কলেবর
যাবেনা স্বজন সঙ্গে,
ছাড়বে কায়া দেহের মায়া
কাফন জড়ায়ে অঙ্গে।