ঋণ
———–
সময় যতই যাচ্ছে অতি
জং ধরেছে ইঞ্জিনে,
জীবন যুদ্ধের সময় রণে
যমের দুয়ার টানে।
সবুজ লঙ্কা লাল হয়েছে
মেঘে ঢাকা বনে,
আস্তর খসে যৌবন নাশে
বুক পুড়ে নিধানে।
জোয়ার ভাটায় চিহ্ন লুপ্ত
চলছে কৃত্রিম সাজ,
সাদা কেশে কালো প্রলেপ
জীবন চক্রের সাজ।
গাছের ডালে শুকনো পাতা
গোড়ায় ধরেছে ঘুন,
হেলা খেলায় ক্ষুন্ন জীবন
সবই আপন ঋণ।
________
নতুন রুপে
________
সময় যজ্ঞে উজান ভাটি
আসছে নতুন সকাল,
কাল বৃত্তে হারিয়ে গেছে
কত শত মহাকাল।
নতুন আসুক নতুন রুপে
ঘুচুক সকল আঁধার,
নতুন শুরু জীর্ণতা ঘুচে
রাঙা রবি’র দ্বার।
বসন্ত চোখে রঙিন স্বপ্ন
ক্রান্তি ভোলার গান,
ব্যর্থ কান্নার গ্লানি মুছে
আসবে ফিরে শাণ।
বিগত ত্রুটি বিচ্যুতি ঝেড়ে
ভোরের স্নিগ্ধ শিশিরে,
নব্য সারথি উদ্দীপ্ত কেতনে
স্বর্ণীম বিজয় দ্বারে।
হৃদয়ে বিরাজে পরশে রবি
স্নিগ্ধ আলোর নাজ,
পূর্ণ প্রাপ্তি উল্লাসে মাতুক
সাম্য সম্প্রীতির স্বরাজ।