কলমেঃ রকি আক্তার
আচ্ছা হেলেন তোমার কি মনে হয় তুমি আমাকে পুড়িয়েছ,তোমার কি অনুশোচনা হয়?
হুম হয়ত হয় তবে আমিই ত বানিয়েছি তোমায় কবি
আর তুমি, তুমি কি বানিয়েছ আমাকে?
বানিয়েছ উন্মাদ আর শেকল বন্দি।
হুম তা তুমি টিক বলেছ তোমার বিরহ আমাকে বানিয়েছে কবি,তোমার দেওয়া অনলে হৃদয় পুড়ে হয়েছে ছাই, সেই ছাই দিয়ে লিখেছি অজস্র কবিতা
আর তোমাকে আমি শিকলবন্দী বানিয়েছি মানে কথাটা ঠিক বুঝলাম না।
এখন ত বুঝবাই না সারা পৃথিবীর বুকে আমাকে বানিয়েছ বেঈমান, প্রতারক
অথচ সেইদিন আমার চেয়ে তুমি দোষ করেছিলে মারাত্মক।
যে দিন বলেছিলাম বাবা আমার বিয়ে ঠিক করেছে
কেন সে দিন তুমি চুপ করে ছিলে?কেন বলনি হেলেন তোমাকে ছাড়া আমার চলবে না, তোমাকেই আমার লাগবে, কেন বলনি তোমার বাবাকে বুঝাও অথবা আমার হাতটা শক্ত করে ধরে সমাজের নিয়ম ভাংতে?
দুজনের সুখের জন্য একটু নিয়ম ভাংলে তাতে কি এমন ক্ষতি হত?
দুজনের সুখের জন্য এমন একটু নিয়ম ত ভাংগাই যেত।
মানছি তুমি ভালো মানুষ, ভালো ছেলে কিন্তু ভালো প্রেমিক হতে পারনি
ভালো প্রেমিক হতে হলে সাহস থাকলেই চলে না থাকতে হয় দুঃসাহস
প্রেমিকার হাত ধরে সাত সাগর তেরো নদী পার হওয়ার মত সাহস।
তোমাকে বলছি পৃথিবীকে জানিয়ে দিও প্রেমিকার হাত ধরে রাখতেই হবে সেখানে আপোষ নেই এক রত্তি,
আর না হয় থাকে যেন অসহায়ত্ব, একাকিত্ব বরন করবার মতো শক্তি।
দোষ আমার একার না বরং তোমার সাহসিকতার অভাবের জন্য আজ তুমি কবি
আর আমি শিকলবন্দী।