জেগে ওঠে কবি মন
==============
স্তব্ধ পৃথিবীর নিরবতা ভাঙে
কবির মৌন ধ্বনি ব্যঞ্জনায়
শব্দের ভাঁজে ভাঁজে কবিতার
শৈল্পিক রুপায়ন
কখন যে মনের গহীনে
কবির সহজ সুলভ মনে
এক উদ্দীপনা ভাঙ্গায় ধ্যান
নিস্তব্ধতা ছুঁয়ে যায়
উষ্ণতার নিরব এক
মহেন্দ্র আলিঙ্গন
ধূঁপ ছায়া আকাশে
তাঁরার মিলন মেলা
এক অবর্ণনীয় ছন্দ সৌন্দর্য
রুপায়িত হয়, স্তব্ধ পৃথিবীতে
জেগে ওঠে কবি মন ।।
===============
ডায়েরির ছেঁড়া পাতা
===============
বুকে যে ব্যথার রোদন
তা --- কি অশ্রু জলে ভিজে
ক্ষানিকটা পায় শান্তনা ?
না --- কি নয়ন কোনে জমে
উঠা এক একটি জল,
না --- কি ?
ডায়েরির ছেঁড়া পাতায় ও
অসংখ্য কথা কলি হয়ে
ফুটে উঠে ব্যথানীল ছন্দ কবিতা।।
=======
চাঁদ মামা
=======
আয়রে আয় চাঁদ মামা
তোকে দিব নতুন জামা
হাতে দিব ফুলের বালা
গলায় দিব পুঁতির মালা
সবাই যদি বলে ভুল
কানে দিব ঝুমকো দুল
নাকে দিব সোনার নোলক
পরে নাতো চোখের পলক
পায়ে দিব তোর
জড়ায়ে রুপার মল
সোনামণির চোখে
আসে নাকো জল
মাথায় দিব তাঁজ
আনন্দে তুই সাঁজ
তোকে দেখে ফুটুক হাসি
শিশুর মুখে বারো মাসি।।