রবি বাঙালি
-----------------
খলশিডাঙ্গা নদী পাড়ে ছোট্ট আমার গাঁয়ে,
মেঠোপথের দুই ধারেতে শস্য দোলে বায়ে।
হলুদ রাঙা সর্ষে ফুলে কি অপরূপ সাজে,
ইচ্ছে করে বলতে তারে রেখো মনের মাঝে।
নদীর পাড়ে হিজল তলে রাখাল বাজায় বাঁশি,
কি মায়াবী সুরের খেলা হতে চায় মন দাসী।
ছবির মতন গাঁও যে আমার ফুল পাখিদের মেলা,
ফুলের সাথে পাখির সাথে কাটাই মধুর বেলা।
দাদী নানী বর্ষাকালে নকশীকাঁথা জুড়ে,
রঙিন সুতায় মনের কথা গাঁথে শূচের ফুঁড়ে।
পল্লীবালা কিশোরীরা মটরশুটি তুলে,
তাদের সনে ভাব করিতে ঘরকে যেতাম ভুলে।
কত কথার জাল বুনেছি কৈশোর প্রেমের ফাঁদে,
তাদের জন্য হৃদয় আজো ভীষণ ব্যকুল- কাঁদে।
------------------
লেখক:
রবি বাঙালি
সহকারী অধ্যাপক, দর্শন
পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও।