কলমেঃ আসরাফ আলী সেখ
-----------------------------
কি সুর যে এলো
শরতে সকালে মাটির বুকে শিশিরও ঠোঁটে সবুজে সবুজে মাঠেরও 'পরে
কি সুর যে এলো
আকাশকে উড়ে খুশিরও প্লাবন
দিকে দিকে দেখো কাশেরই বন সামখুল উড়ে যায় কোথা থেকে কোথায় এ মন এ মন
কি সুর এলো শরতে সকালে
গন্ধে মম চারিদিক দোলে
পূজো পূজো ওরে ঘরে বাইরে ঐ দেখো এলো আলোক সকাল যে
ঘুচিয়ে সব দেখো ঘনঘটা মেঘেদের
কি সুর যে শরতে সকালে