ভোরের হাওয়া
ঘুম ভেঙ্গে যায় পাখির ডাকে
সকাল হলো বলে
ভোরের হাওয়া কানে কানে
জানান দিয়ে চলে।
সকাল আমায় মুগ্ধ করে
বাতাস ছড়ায় দুপুর
সন্ধা আমায় শীতল করে
বাজায় মনে নুপুর।
সকাল হলেই বাগান জুড়ে
নানান পুষ্প ফোটে
ফুলের ঘ্রানে হৃদয় নাচে
মন কেড়ে নেয় লুটে।
মিষ্টি রোদের পরম মায়ায়
আমায় আগলে রাখে
প্রবাহিনী ঊর্মি মালা
যেনো কাছে ডাকে।
নিশি ভরে কিরণ ছড়ায়
সেতারা আকাশে
নিশাপতির আলোয় যেনো
ধরিত্রী ও হাসে।
দূরের পথ
সব ছেলেরা দিন শেষে মা
মায়ের কোলে ফিরে
আমি থাকি দূর বহু দূর
হয়না ফিরা নীড়ে।
আমারও তো পড়া শেষে
ফিরতে মন চায় বাড়ি
চাইলে কি আর ফিরতে পারি
পথ যে ভিষণ ভারি।
তুমিও কি আমার মতো
ভাবো আমার কথা
গহন ব্যাথায় তুুমারও কি
বুক জুরে হয় ব্যাথা।
আমারও তো ছুটি পড়ে
হয়না ফিরা বাড়ি
ফিরতে হলে দিতে হবে
সব জমিয়ে পাড়ি।
বিপুলা এ পৃথিবীতে
মা ই আমার সব
আমার মাকে দেখো তুমি
সাত আসমানের রব।