কলমেঃ এম এ লতিফ
দুচোখ মেলে দেখিনি তোমায়,
কারণ চোখের দৃষ্টি সীমা ক্ষীণ হয়ে যায়,
তোমায় দেখেছি আমি মনের চোখে
যে চোখ শুধুই তোমার স্পর্শ সুখে হারায়,
বলো তুমি প্রিয় মোরে
আজীবন রয়ে যাবে মনের দুয়ারে,
আমার হৃদয় চোখের আঙিনায়!
ভালোবাসা অনন্তকালের এক প্রতীক্ষার প্রহর
যেথায় জীবনের চাওয়া পাওয়া কভু না ফুরায়,
আমি তো অনন্তকাল শুধুই থাকবো তোমার প্রতীক্ষায়,
বলো তুমি প্রিয় হইও না অধীর
স্রষ্টা যেন মোদের ভালোবাসায় কাছে টেনে নেয়,
তারই লীলা খেলায় আপন মহিমায়,
আমাদের ভালোবাসা ফুটাবে হাসি
চন্দ্র তাঁরকার পাশে দিগন্ত ছুঁয়ে যাওয়া দূর নীলিমায়!
চোখ দুটো বন্ধ হলেও
মনের আঙিনায় দেখি তোমার বিচরণ,
এ নহে গো আমার মনের ভুল
আমার রক্তে মিশে আছো তুমি
সবই যেন আমাতে হয় স্মৃতি চারণ,
আমার পৃথিবীতে তুমি অনন্য
তোমার প্রতিটি নিঃশ্বাসে হই জাগরণ,
চোখ মেলে দেখিনি তোমায়
তোমার স্পর্শ সুখেই বেঁচে আছে আমার জীবন!