কলমেঃ মোঃ আহসান কবির রিজওয়ান
জীব (যাদের জীবন আছে), জড় (যাদের জীবন নেই) ও ভৌত (পদার্থ বা ইন্দ্রিয়গ্রাহ্য অথবা পঞ্চভূতসম্বন্ধীয়) বিজ্ঞানে এসব উল্লেখ রয়েছে, আর তার মধ্যে জীবের বিচিত্রটা অন্য রকম। সবার মধ্যে সব ধরনের গুণ থাকে না, একেক জনের মাঝে একেক গুণ থাকে। ভালো-মন্দ নিয়েই এই ভুবন। হাতের পাঁচটা আঙুল এক সমান না। সৃষ্টির সেরা জীব বলা হয় মানুষকে, কেননা মানুষের একটা হৃদয় আছে, রয়েছে আবেগ-বিবেক, অনুভূতি। মাটির পিঞ্জিরায় যেন বদ্ধ এক অচিন পাখি। কেননা মানুষকে সময়ের সাথে তাল মিলিয়ে বেঁচে থাকতে হয়। ‘লালনের গান, সময় গেলে সাধন হবেনা…’। ব্যাকরণের ভাষায় দুর্জন বিদ্বান হলেও পরিতাজ্য, অর্থাৎ খারাপ লোক যতই শিক্ষিত হউক না কেন, তার সঙ্গ ত্যাগ করা উচিত।’ তাই আমাদের এমন একজনকে নির্বাচন/বাছাই করতে হবে যার সঙ্গ নিলে অন্ধকারে পথ হারা হব না। আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি, যিনি একজন কবি ও ব্যবসায়িক। তাঁর সাথে কর্মরত প্রায় ২০-৩০ জনলোক। সাহিত্য অঙ্গনে রয়েছে বিশেষ ভূমিকা, বেশ কিছু একক ও যৌথবই আছে। বিভিন্ন কবির লেখা খুঁজে এনে আলোর মুখ দেখান পত্র পত্রিকায় অর্থাৎ প্রকাশ করার ব্যবস্থা করেন। তাঁর সাথে আমার পরিচয় হয়েছে ২০২৪ সালে। মানুষ তো চিরন্তন বেঁচে থাকবে না, আমরা ‘অমর’ শব্দটিকে চিনে থাকি অর্থাৎ ব্যাকরণের ভাষায় মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়…’। পরকালে প্রভূর আদালতে আমাদের জবাবদিহি করতে হবে আমরা ইহকালে কতটা মহৎ কাজ করছি! কতটা অর্জন হয়েছে আমলনামা, সবার সুখে-দুঃখে পাশে থাকাটাও ইমানের অংশ। সেদিন বোবা মানুষও কথা বলতে পারবে। বিভোর পৃথিবীকে ঘুম থেকে জাগানোর জন্য কলম সৈনিকরা আপ্রাণ চেষ্টা করে, কুসংস্কারের বেষ্টনী/জালকে কেটে ফেলতে কলম এক ধরনের ছুরি। –
আলোর সন্ধানে চলুক কলম,
তাতে দেশ থেকে নিপাত যাক অসহনীয়-জুলুম।
সবার জন্য দোয়া রইল। আমার আসল নাম মোঃ রেজন মিয়া। এসএসসি ব্যাচ ২০২৫, শালমারা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, মিঠাপুকুর, রংপুর। দোয়া করবেন আমার জন্য।