নিজস্ব প্রতিবেদক
জাতীয় নারী সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা ১১ অক্টোবর ২০২৪ খৃষ্টাব্দ শুক্রবার বিকেল ৪:৩০ ঘটিকায় জাতীয় নারী সাহিত্য পরিষদ এর সভাপতি বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর, পুথি সম্রাজী গীতিকার ও কবি হাসিনা মমতাজ হাসি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও কথাসাহিত্যিক নাসরিন ইসলাম শেলী'র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। কথা কবিতা ও গানে প্রানবন্ত ও আনন্দ মুখর পরিবেশে অসাধারণ একটি সাহিত্য আড্ডা উপস্থিত সকলকে বিমোহিত করে।
সাহিতয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, নারীনেত্রী ও জাতীয় পর্যবেক্ষক কমিটির প্রতিষ্ঠাতা ও আহবায়ক রেহানা সালাম। তিনি নারীদেরকে বেগম রোকেয়ার দেখানো পথ ধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, নারীরা তাদের মেধা, যোগ্যতা, ও শ্রমের মধ্য দিয়ে সর্বক্ষেত্রে নিজেদেরকে প্রমাণ করেছে। নারী আজ অবলা নয় সবলা। নারীদেরকে নিজের মর্যাদা যোগ্যতা সম্পর্কে সচেতন হতে হবে এগিয়ে যেতে হবে দৃপ্ত পায়ে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত কবি ও গীতিকার এবং সাবেক এডিশনাল এসপি মুহাম্মদ মকবুল হোসেন বকুল ,
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও নজরুল গবেষক মুহাম্মদ আতা উল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত কবি ও গীতিকার এবং সাবেক এডিশনাল এসপি নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইনিং আওয়ার ইন্টারন্যাশনাল স্কুল এর প্রতিষ্ঠাতা খালেদা নাসরীন, জাতীয় নারী সাহিত্য পরিষদ এর উপদেষ্টা ও বিদ্রোহী The Nazrul Centre এর নির্বাহী পরিচালক, রাস্ট্রচিন্তক অধ্যাপক ড. শহীদ মনজু। আরো উপস্থিত ছিলেন জাতীয় নারী সাহিত্য পরিষদ নেতৃবৃন্দ আবৃত্তিকার নৃত্যশিল্পী উপস্থাপক CID তে কর্মরত সুলতানা চৌধুরী, তুখোড় সংগীত শিল্পী সাঈকা পারভীন ও কবি ও লেখক শায়লা খান প্রমূখ।
গান ও কবিতা আবৃত্তি এবং চমৎকার একটি চা পান এর আড্ডায় কেটে গেলো আজকের সন্ধ্যা।
পরবর্তী তে জাতীয় নারী সাহিত্য পরিষদ এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বিষয়ে সবার অংশগ্রহণমুলক আলোচনা ও পরামর্শ এর পরিপ্রেক্ষীতে সুন্দর আড়ম্বর অনুষ্ঠান পালনে সকলে একমত পোষণ করেন। উপস্থিত সকলে সদস্যপদ প্রাপ্তির লক্ষ্যে ফরম পূরণ ও জমাদানের জন্য সদস্য ফরম সংগ্রহ করেন।
সভাপতি হাসিনা মমতাজ হাসী ৪ র্থ প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ও উপস্থিত সকলকেই ধন্যবাদ জানিয়ে সাহিত্য সভার সমাপ্তি ঘোষণা করেন।