কবিতাঃ আট ফাগুন
-----------------------------
আট ফাগুনের দুপুর অক্তে
রাস্তা ভিজল রক্তে।
ধূম্র ওড়ল আকাশেতে
কম্পন হল মর্তে।
সালাম জব্বর রফিক সফিক
বরকত গুলি খেয়ে।
নিষ্প্রাণ হল শহিদ হয়ে
অসুর গেল ধেয়ে।
মায়ের মুখে শুনে আসা
প্রাণের মাতৃভাষা।
জব্দ করা যে দুরাশা
বুঝল সর্বনাশা।
ভাষার গর্ব বাংলাভাষা
শহিদ রক্তে ভাসা।
জীবন দিয়ে রাখব ঠাঁসা
রুখে সকল নাশা।
প্রভাতফেরি নিও সঙ্গে
জন্ম আমার বঙ্গে।
শহিদ আসবে মিনার অঙ্গে
রক্তমাখা রঙে।
-------------------------
ছড়াঃ মাঘের শীত
-------------------------
পণ করেছে রাগী বাঘে
বিয়ে করবে মাঘে।
বাঘিনীকে খবর দিবে
কে কে যাবে আগে ?
মাথা নাড়ে শেয়াল পন্ডিত
ঘটকালির ভার নিতে।
কাজটা যদি পারে করতে
থাকতে পারবে হিতে।
বিড়াল বলে দৌড়ে আসি
আমি বাঘের মাসি।
বাঘিনী কে বলবো ঠাসি
মুখে রাখতে হাসি।
মাঘের শীতে বাঘের গায়ে
তুললো ভীষণ কম্পন।
বিয়ের কথা ভুলে গিয়ে
ছেড়ে গেল সে বন।